দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন চলচ্চিত্রের নন্দিত অভিনেতা আলীরাজ। টিভিসহ দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্য চলচ্চিত্রেও। এবার বাবার পথ ধরে অভিনয়ে পা রাখতে চলেছেন আলীরাজের ছেলে শরণ রাজ।
দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন চলচ্চিত্রের নন্দিত অভিনেতা আলীরাজ। টিভিসহ দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্য চলচ্চিত্রেও। এবার বাবার পথ ধরে অভিনয়ে পা রাখতে চলেছেন আলীরাজের ছেলে শরণ রাজ।
আলীরাজের দীর্ঘদিনে ইচ্ছে ছিলো ছেলেকে সিনেমার নায়ক হিসেবে অভিষেক করানোর। তবে প্রথমে নাটকে অভিনয় করেই নিজেকে অভিনয়ে পরিপক্ষ করে তুলুক, এমনটিই প্রত্যাশা আলীরাজের। আলীরাজ পুত্র শরণ রাজ ইতিমধ্যেই একটি নাটকে অভিনয় করেছেন। আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘সময়ের গল্প’র নতুন পর্বে অভিনয় করেছেন শরণ রাজ। ওই পর্বের নাম ‘অতীত রজনী’। নাটকটি নির্মাণ করেছেন তপু খান। সোমবার রাত ৮.১০ মিনিটে আরটিভিতে পর্বটি প্রচার হয়।
এই বিষয়ে আলীরাজ বলেছেন, ‘আমার ইচ্ছে ছিলো ছেলেকে সিনেমার নায়ক হিসেবেই দেখার। তবে তার আগে আমি চাই শরণ নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবেই গড়ে তুলুক। যেহেতু আমাদের দেশে অভিনয় শেখার তেমন কোনো প্রতিষ্ঠান নেই। তাই আমি চাই আমারই মতো আগে নাটকে অভিনয় করে নিজেকে অভিনয়ে সিদ্ধহস্ত হোক। তারপর না হয় সিনেমায় অভিনয়ে যাওয়া যাবে। নির্মাতা তপু খানের সঙ্গে আমার কথাও হয়েছে, শরণ বেশ ভালো অভিনয় করেছে। আমারও বিশ্বাস যে শরণ ভালোই অভিনয় করেছে। নিজের রক্ত বলে বলছিনা, তার প্রতি বিশ্বাস রেখেই আমি বলছি।’
এদিকে শরণ বলেছেন,‘ আমার অভিনয়ে আদর্শ হলো আমার বাবা। ছোটবেলা থেকেই নাটকে-সিনেমায় বাবার অভিনয় দেখে দেখেই বড় হয়েছি। তবে আমি কোনোদিন অভিনয় করিনি। তপু ভাইয়ের নির্দেশনাতেই প্রথম কোনো নাটকে আমার অভিনয় করা। আমি ঠিক জানিনা কেমন করেছি। তবে আমি আমার চরিত্রটি বাবার কাছ থেকে পরামর্শ নিয়েই নিজের মতো করে অভিনয় করেছি। আমি কেমন করেছি তা জানিনা। তবে প্রচার সময়টি নিয়ে আমি ভীষণ অপেক্ষায় ছিলাম। অধীর আগ্রহে অপেক্ষা করেছেন আমার পরিবারের সদস্যরাও। আমি জানিনা কেমন সাড়া পাবো। তবে আমি অভিনয়ের পথে সবার সহযোগিতা চাই।’
উল্লেখ্য যে, শরণ রাজ ইতিমধ্যেই একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে বিবিএ সম্পন্ন করেছেন।