দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনয় থেকে এবার পরিচালনায় এলেন অভিনেতা মাজনুন মিজান। তিনি দীর্ঘদিন যাবত টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সমান তালেই নাটক পরিচালনা করেন এমন অভিনেতা আছেন বেশ কয়েকজন। এবার সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান। দীর্ঘ ২০ বছর ধরে অভিনয় করে আসছেন তিনি। তাকে নাটকের পাশাপাশি সিনেমাতেও দেখা যায়।
নতুন খবর হলো এবার পরিচালক হিসেবে অভিষেক হতে চলেছে তার। আসছে ঈদের জন্য ইতিমধ্যেই ‘আমলকি’ শিরোনামের একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন মাজনুন মিজান। সম্প্রতি নোয়াখালীর বিভিন্ন এলাকায় টেলিফিল্মটির শুটিং করা হয়েছে।
টেলিফিল্মটিতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, দীপা খন্দকার, ফারাজানা ছবিসহ প্রমুখ।
এ সম্পর্কে মাজনুন মিজান বলেন, ‘আমরা বর্তমানে অনেক দিক থেকে খারাপ সময় পার করছি। নির্মাণে আসার ইচ্ছেটা অনেক আগেরই ছিলো। নাটক দিয়ে অনেক কিছুই বলা সম্ভব। সচেতনা বৃদ্ধির জন্যই আমি প্রথম নির্মাণে এসেছি। আমার মনের কথাগুলো আমি আমার নাটকে বলতে চাই। আমার প্রথম নির্মাণে আমি আমার টিমের সকলের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে সালাউদ্দিন লাভলু এবং আবুল হায়াত আমাকে অনেক সহযোগিতা করেছেন।’
এই টেলিফিল্মের পাশাপাশি একটি শিক্ষামূলক এবি নির্মাণ করেছেন মাজনুন মিজান। যাতে অভিনয় করেছেন আবুল হায়াত।