দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টস জিতেই ফিল্ডিং করেছে বাংলাদেশ। তারপরও টি-২০ তে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো বাংলার টাইগাররা।
একমাত্র টেস্টেও দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। মাথা তুলতে পারেনি ওয়ানডে সিরিজেও। টি-২০ সিরিজেও রোডেশিয়ানদের একই পরিণতি ভোগ করালো টাইগাররা। প্রথমবারের মতো তিন ফরম্যাটের সিরিজেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। ইতিহাস গড়লো বাংলার টাইগাররা।
আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১৯ রানেই মুখ থুবড়ে পড়ার পর লিটন-নাঈমের ব্যাটিংয়ে অসহায় হয়ে পড়ে সফরকারী দল। শেষ পর্যন্ত লিটনের ঝড়ো ফিফটিতে ৯ উইকেটের বড় জয় নিয়ে ইতিহাস গড়লো টাইগাররা।