The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঘরে বন্দি থেকে গায়ক আরিফিন শুভ!

বর্তমানে বাসায় অলস সময় পার করছেন শুভ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুবাই হতে মুম্বাই ঘুরে সম্প্রতি দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। যে কারণে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। নিজেই এক ভিডিওবার্তার মাধ্যমে এ তথ্য দিয়েছেন।

ঘরে বন্দি থেকে গায়ক আরিফিন শুভ! 1

বর্তমানে বাসায় অলস সময় পার করছেন শুভ। এই সময় তিনি মেতে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ২০ মার্চ শুভ ভক্তদের দিলেন মজার এক হোমওয়ার্ক। যেখানে তিনি নিজে কিছু ব্যায়াম করে দেখান ও বাড়িতে থাকার পরামর্শ দিয়ে সেই ব্যায়ামগুলো ভক্তদের করতেও বলেন।

২২ মার্চ শুভ ফেসবুক পেজে নিজের বাড়ির ছাদ দেখানোর পাশাপাশি গান গেয়েও শুনিয়েছেন ভক্তদের। ১ মিনিট ২০ সেকেন্ডের এক ভিডিওতে শুভ নিজের পছন্দের ‘ভ্রমর কইয়ো গিয়া…’ গানটি গেয়ে শুনিয়েছেন।

নায়ক হলেও আরিফিন শুভ’র গায়ক হিসেবে বেশ সুনামও রয়েছে। ক্যারিয়ারের শুরুতে রেডিওতে কাজ করেছেন আরজে হিসেবেও। এছাড়াও গুঞ্জন রয়েছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রচারণায় কাজে ব্যবহৃত একটি র‌্যাপ গানে ওকণ্ঠ দেবেন তিনি।

এদিকে করোনা ভাইরাসের কারণে শুটিং স্থগিত রয়েছে শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ সিনেমার। শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন আরিফিন শুভ। এছাড়াও ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্বসহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয এই চিত্রনায়কের।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...