দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২৫ মাস পর আবার নিজ বাসভবন ফিরোজা’য় ফিরলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
২৫ মাস পর আবার নিজ বাসভবন ফিরোজা’য় ফিরলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
রাজধানীর গুলশানে নিজ বাসভবন ফিরোজা’য় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি এই বাসা থেকেই বের হয়ে আদালতে গিয়েছিলেন। আদালত দুর্নীতি মামলায় তাকে কারাদণ্ড দিলে তাঁর আর বাসায় ফেরা হয়নি। আদালত হতে সরাসরি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার ও সবশেষ কারান্তরীণ অবস্থায় গত এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
বিশেষ বিবেচনায় শর্তসাপেক্ষে আজ (বুধবার) সাড়ে ২৫ মাস পর ৬ মাসের জন্য সরকারের এক নির্বাহী আদেশের মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয়। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হতে তাঁকে বহনকারী গাড়ি গুলশানের ৭৯ নম্বর রোডের ১১ নম্বর বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছায় বিকাল সোয়া ৫টায়। এই সময় খালেদার বাসভবনের সামনে জড়ো হওয়া নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন।
উল্লেখ্য, গতকাল (২৪ মার্চ) সরকারের পক্ষ হতে বেগম খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত জানানো হলে তার বাসভবন ‘ফিরোজা’ পরিষ্কার-পরিচ্ছন্ন শুরু করা হয়।
মঙ্গলবার বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক জরুরি সংবাদ সম্মেলন ডেকে জানান যে, বর্তমান পরিস্থিতিতে (করোনা ভাইরাসের কারণে সৃষ্ট) সরকার তার বয়স বিবেচনায় মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার সাজা ৬ মাসের জন্য স্থগিত থাকবে। তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন ও বিদেশ যেতে পারবেন না, এমন শর্তে এই সাজা স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য যে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। তারপর ৩০ অক্টোবর এই মামলায় আপিলে তার আরও ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশও দেন একই আদালত। রায়ে ৭ বছরের কারাদণ্ড ছাড়াও বেগম খালেদা জিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।