দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার এক মামলায় অন্যান্যদের সঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
জানা গেছে, অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ওই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
এই মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আজ (বুধবার) পরোয়ানা জারির এই আদেশ দিয়েছেন।
পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা গেলো কি না- তাও পুলিশকে ২৭ এপ্রিল জানাতে নির্দেশ দেয় আদালত। এদিকে এই গ্রেফতারি পরোয়ানা জারির পর বিএনপির প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।