The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত: শ্রাবন্তী

করোনা আতঙ্কে এখন অনেকটাই ঘরে বন্দি প্রাবন্তী

দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ এক সময়ের জনপ্রিয় মডেল ও টিভি অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী দীর্ঘদিন ধরেই দুই মেয়ে রাবিয়া ও আরিশাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত: শ্রাবন্তী 1

করোনা আতঙ্কে এখন অনেকটাই ঘরে বন্দি প্রাবন্তী।গত ২৫ মার্চ নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে শ্রাবন্তী তার বর্তমান মানসিক অবস্থা ও পারিপার্শ্বিক অবস্থার বর্ণনা দেন।

ফেসবুকে তিনি লিখেছেন যে, আমি মানসিকভাবে প্রস্তুত মৃত্যুর জন্য। যে অবস্থায় আছি যে কোনও সময় ডাক আসতেই পারে। তবে ভেতরটা কেঁপে ওঠে আমার পাশে শুয়ে থাকা দুই নিষ্পাপ বাচ্চা দুজনের কথা ভেবেই। ঘুম আসেনা আমার। হে আল্লাহ তুমি ক্ষমা করো।

উল্লেখ্য যে,২০০০ সাল হতে ২০১০ পর্যন্ত ছোট পর্দার দর্শকের কাছে তুমুল জনপ্রিয় মুখ ছিলেন শ্রাবন্তী। শ্রাবন্তী অভিনীত সর্বশেষ নাটক ছিল নূরুল আলম আতিকের ‘ডালিম কুমার’। শ্রাবন্তীকে শুধু টিভি অভিনেত্রী বললেই ভুল হবে। শ্রাবন্তী একটি সিনেমাতেও অভিনয় করেছিলেন। মতিন রহমানের ‘রং নাম্বার’ ছবিতে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে জুটি বাঁধেন এই জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...