দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার মূল চাবিকাঠিই হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। সেই দূরত্ব বজায় রাখতে এক ব্যক্তি গাছে অবস্থান নিয়েছেন!
সামাজিক দূরত্ব বজায় রাকার জন্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা বারবার একই কথা বলে আসছেন। যে কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেকে রক্ষা করতে শেষ পর্যন্ত গাছেই ‘ট্রি-হাউস’ তৈরি করে নিয়ে সেখানেই বসবাস শুরু করেছেন ভারতের উত্তর প্রদেশের আসোধ গ্রামের মুকুল তিয়াগি নামে জনৈক ব্যক্তি।
ওই ব্যক্তি মুকুল তিয়াগি তার এই গাছের আবাসস্থলটিকে ‘ট্রি-হাউস’ নামে অভিহিত করেছেন। তবে এটি সত্যিকারের কোনো ঘর নয়। গাছের মাথায় একটি প্ল্যাটফর্মে বেশকিছু পুরানো ও শুকনো কাঠের গুঁড়ি দিয় খুব সহজেই এটি তৈরি করা হয়েছে।
তিয়াগি বলছিলেন যে, যেহেতু দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, কেবলমাত্র সামাজিক দূরত্ব বজায় রাখাই এর একমাত্র প্রতিরোধ। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখেই আমি এটি তৈরি করেছি। আমি নির্জনতার মধ্যে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমার ছেলের সহায়তায় গাছগুলি কেটে একত্রে তক্তাগুলি জোড়া দিয়ে এটি তৈরি করেছি।
এই বিষয়ে তিয়াগির ছেলে বলেন, ‘আমার বাবা ‘ট্রি-হাউস’ তৈরির ধারণা নিয়ে আসেন। তক্তা তৈরির জন্য আমরা শুকনো গাছ ব্যবহার করি। গাছগুলি কেটে সেই তক্তাগুলি এক সঙ্গে বেঁধেছিলাম। গাছঘর তৈরির এটি একটি মূলত দুর্দান্ত অভিজ্ঞতা।’
তিয়াগির ছেলে বলেন, এখানে বাস করায় আমরা প্রকৃতির কাছাকাছি থাকার বোধ করি এবং পরিবেশও এখানে খুবই পরিষ্কার। আমি বনে থাকার অভিজ্ঞতাও উপভোগ করছি। খাওয়ার ব্যবস্থা সম্পর্কে তিয়াগি জানিয়েছেন, খাবার-দাবার বাসা থেকেই আসে।
হিন্দুস্তান টাইমস এর এক খবরে বলা হয়, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে, উত্তর প্রদেশ রাজ্যে এ পর্যন্ত কমপক্ষে ৪১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।