দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাঘের সঙ্গে ছোঁয়াছুঁয়ি খেলা দুষ্টু বানরের যেনো চির অভ্যাস। সম্প্রতি এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে যে, বাঘের মাথায় সজোরে থাপ্পড় দিয়ে যাচ্ছে এক বানর। তাতে ভ্যাবাচ্যাকা খেলেও পড়ে গেলেও আবারও ঘুরে দাঁড়াচ্ছে সেই বাঘ মামা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় মজা পাচ্ছেন দর্শকরা।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, গাছের নিচে বসে থাকা এক বাঘের সঙ্গে ঠিক এভাবেই দুষ্টু খেলা খেলছিল একটি বানর। কখনও লেজ ধরে টানছে, আবার কখনও বা বাঘের পিঠে খোচাচ্ছে। বাঘও মাঝে মাঝেই লাফ দিয়ে বানরটিকে ধরার চেষ্টাও করছে- অনেকটা চোর-পুলিশ খেলার মতোই। বানরটি এই গাছ ও গাছ লাফিয়ে বেড়াচ্ছে। এক পর্যায়ে নিচে নেমে এসে বাঘকে লোভ দেখাচ্ছে। বাঘ কাছে আসতেই আবারও গাছের ডালে।
এই খেলার মাঝে গাছের কঞ্চি ধরে নীচু হয়ে বাঘের মাথায় সজোরে থাপ্পড় কষিয়ে আবার সেই গাছে উঠে পড়ছে বানরটি। তাতে প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে পড়ে গিয়ে ঘুরে দাঁড়ায় বাঘ মামা। দুষ্টু বানরটিকে শায়েস্তা করার জন্য লাফ দেয় বাঘটি তবে তার নাগাল পায় না। এতে করে দুষ্ট বানরটি আরও মজা পেয়ে যায়। এ গাছ হতে ও গাছে চরে বাঁদরামি শুরু করে দেয় সে। যাতে আরও রেগে যায় বাঘটি।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।