দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুক। যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পুরনো বিরক্তিকর পোস্ট এক ক্লিকে মুছে ফেলতে বা লুকিয়ে রাখতে পারবেন।
এই ফিচারের নাম হলো ম্যানেজ অ্যাক্টিভিটি। যার মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো পোস্টই আর্কাইভ করে রাখতে পারবেন। আর্কাইভ করা থাকলে এই পোস্ট ব্যবহার করে নিজেরা দেখতে পাবেন তবে অন্যদের কাছে তা পৌঁছাবে না।
অর্থাত্ এই নতুন ফিচার আসার কারণে আপনারা নিজের প্রোফাইলের পুরনো ছবি একসঙ্গে ডিলিট করেও দিতে পারেন। এর জন্য আপনাকে খুব একটা সমস্যার মুখোমুখি হতে হবে না।
এই বিষয়ে ফেসবুক জানিয়েছে যে, যে ছবি আপনি ডিলিট করে দেবেন সেগুলোর ট্র্যাশ বিন ফোল্ডারে একমাসের জন্য রয়ে যাবে। তারপর এমনিতেই ওই ছবিগুলো আপনার প্রোফাইল হতে পুরোপুরিভাবে মুছে যাবে। তার আগে আপনি যদি চান তাহলে ওই ছবি গুলোকে আবার ফিরিয়েও আনতে পারেন।
কিভাবে কাজ করে এই ফিচার:
# প্রথমে আপনার প্রোফাইল পেজ-এর অ্যাক্টিভিটি লগ সেকশনে চলে যান।
# তারপর ম্যানেজ অ্যাক্টিভিটি অপশনে ট্যাপ করুন। এই অপশনটি আপনারা ফিল্টার ও আর্কাইভ অপশনের মাঝেও পাবেন।
# এখন পোস্ট অপশনে ট্যাপ করুন।
# তারপর ট্যাপ করুন ফিল্টার অপশনেও।
# এখন ক্যাটাগরি অপশন সিলেক্ট করুন। এখানে আপনারা পোস্ট বা টেক্সট আপডেট, চেক-ইন, ভিডিও, ছবি সবকিছুই সিলেক্ট করতে পারবেন, তবে এক সময়ে মাত্র একটি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন।
# এখন কেবলমাত্র সেই পোস্টগুলো সিলেক্ট করুন যেগুলো আপনি মুছে ফেলতে চান।
# এখন আপনি আর্কাইভ অপশনে ট্যাপ করতে পারেন তাহলে সেগুলো আপনার প্রোফাইল থেকে মুছে যাবে না তবে শুধু আপনার কাছেই থাকবে, অন্যদের কাছে সেটি পৌঁছাবে না।
# কিংবা আপনি ট্র্যাশ অপশনও সিলেক্ট করতে পারেন, তাহলে আপনি একসঙ্গে অনেকগুলো ছবি প্রোফাইল হতে মুছে ফেলতে পারবেন অনায়াসে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।