দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে শবনম বুবলির ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটেছে। যার কারণে বুবলি এবার শাকিবের সিনেমা থেকে বাদ পড়লেন!
শাকিব খানের সঙ্গে শবনম বুবলির ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটার খবর গত কয়েক মাস ধরেই ঢাকার সিনেমাপাড়ায় এই গুঞ্জন যেনো ওপেন সিক্রেট। এমনকি সর্বশেষ শাকিব খানের প্রযোজনায় মুক্তি পাওয়া ‘বীর’ সিনেমার প্রচারেও দেখা যায়নি এই নায়িকাকে। এমন ‘সম্পর্কের অবনতির’ গুঞ্জনের মধ্যে নতুন খবর হলো, শাকিব খানের নায়িকা হিসেবে চূড়ান্ত হওয়া ‘প্রিয়তমা’ সিনেমা হতে বাদ পড়তে চলেছেন শবনম বুবলি।
সম্প্রতি আমেরিকা হতে গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ। তিনি জানিয়েছেন যে, আমি আমেরিকাতে এসেছি ফিল্ম নিয়ে পড়তে। আমার সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা নিয়ে শাকিব ভাই নিয়মিতভাবেই যোগাযোগ করছেন। সিনেমাটি অবশ্যই নির্মিত হবে, তবে গল্পে কিছু পরিবর্তন আনছি। যে কারণে আগে চূড়ান্ত হওয়া নায়িকা শবনম বুবলির না থাকার সম্ভাবনা রয়েছে বেশি, নতুন কোনো অভিনেত্রীকে নেওয়া হবে। এখন গান তৈরির আয়োজন সম্পন্ন করছি। শীঘ্রই দেশে ফিরবো ও সেপ্টেম্বরে সিনেমাটির শুটিংও শুরু করবো- আশা করছি।
আশা করছি যে, আগামী বছরের শুরুতেই সিনেমাটি মুক্তি দিতে পারবো। এ সম্পর্কে মন্তব্য জানতে শবনম বুবলির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। ইতিপূর্বে ২০১৭ সালে শবনম বুবলিকে নায়িকা চূড়ান্ত করে বেশ আয়োজন করে ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণের ঘোষণা দেন শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। এমন ঘোষণার পর এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ এবং ‘বীর’ সিনেমা মুক্তি পেলেও এই সিনেমার কাজ শুরু করতে পারেনি সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানটি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।