দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক কিছুই ওয়ার্ল্ড রেকর্ড হয়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে এমন অনেক ঘটনা রয়েছে। এবার একটু ব্যতিক্রমি ঘটনা আর তা হলো দীর্ঘ লম্বা ইফতারির টেবিলের রেকর্ড।
বিশ্বের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘতম টেবিলে ইফতার করলো রোজদারেরা। ইফতার টেবিলের দৈর্ঘ ছিল ১ কিলোমিটার লম্বা। ‘জয় অব গিভিং’ শীর্ষক এ অনুষ্ঠানটি আয়োজিত হয় আরব আমিরাতের বুহেইরা কোর্নিশ শহরের আল নূর মসজিদে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয়ার উদ্দেশ্যেই এ আয়োজন। গালফ নিউজ অনলাইনে খবরটি প্রকাশিত হয়।
ঐতিহাসিক এ ইফতার পার্টিতে শামিল হওয়ার জন্য আরব আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা হাজির হয়েছিল আল নূর মসজিদ প্রাঙ্গণে। গ্রিন হোপ নামক প্রতিষ্ঠানের সদস্যরা অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য ইফতারের কয়েক ঘণ্টা আগেই উপস্থিত হয়। ইফতার পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চ তৈরি করতে সাহায্য করা ছাড়াও ইফতারের আগে লম্বা ইফতার টেবিল প্রস্তুত করতে সাহায্য করে তারা। আয়োজকরা ইফতারের খাবার, খেজুর ও পানীয়র ব্যবস্থা করে। ইফতারের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি দল সনদ প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দীর্ঘতম ইফতার টেবিলের স্বীকৃতি প্রদান করে।
ইফতারের শুরুটাও ছিল এক ব্যতিক্রমি। ইফতারের সময় নির্দেশ করে কামান দাগার আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার রোজাদারের একসঙ্গে রোজা ভাঙার দৃশ্য ছিল এক কথায় অভূতপূর্ব। উপস্থিত সবার জন্য এটা ছিল অবিস্মরণীয় এক মুহূর্ত। গ্রিন হোপের তরুণ সদস্যরা ইফতার শেষের পর স্থান পরিষ্কার করা থেকে শুরু করে সবকিছু গোছগাছ করতেও সহযোগিতা করে।
এমন ইফতার পার্টিতে যারা উপস্থিত ছিলেন তারা নিজেদের ধন্য মনে করেছেন। কারণ এতো বড় দীর্ঘ লম্বা টেবিল কেও কোনদিন চোখেও দেখেনি। সেখানে উপস্থিত অনেকেই তাই নিজেদের ধন্য ভেবে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন। সূত্র: ইন্টারনেট