দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক সময় ফোন নাম্বার ডিলিট হয়ে যায়। তখন বেশ সমস্যায় পড়তে হয়। আজ ডিলিট হয়ে যাওয়া নাম্বার ফিরে পাওয়ার পদ্ধতি জেনে নিন।
প্রয়োজনীয় ফোন নাম্বার সংরক্ষণে গুগল কনট্যাক্ট বর্তমানে বেশ জনপ্রিয়। স্মার্টফোনে জিমেইল লগইন করলেই গুগল কনট্যাক্ট হতে ফোনবুকে চলে আসে সংরক্ষণ করা নাম্বারগুলো। কোনো কারণে গুগল কনট্যাক্ট থেকে যদি ফোন নাম্বার ডিলিট হয়ে যায় তাহলে তা আর ফিরে পাওয়ার উপায় ছিল না আগে। এবার সেই উপায় নিয়ে এসেছে গুগল কনট্যাক্ট।
গুগল ফটোসে যোগ হয়েছে নতুন ফিচার
এই ফিচারের সাহায্যে খুব সহজেই ডিলিট হওয়া কন্ট্যাক্টস রিস্টোর করে নিতে পারবেন।
গুগল কনট্যাক্টের এই ফিচার অনেকটা রিসাইকেল বিনের মতোই। সেজন্য এর নাম দেওয়া হয়েছে ট্রাস। যা গুগল কনট্যাক্টে নতুন ট্যাব হিসেবে যুক্ত করা হয়েছে। আপনার যে সব ফোন নাম্বার ডিলিট হয়ে যাবে, সেই সব নাম্বার ট্রাসেই পাওয়া যাবে। নাম্বারটি অ্যাপ নাকি ওয়েবসাইট হতে ডিলিট হয়েছিল তাও জানা যাবে এখানেই।
ডিলিট হওয়া নাম্বার ৩০ দিনের মধ্যে রিকভার করা সম্ভব হবে। যেখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকবে Delete Forever কিংবা Recover। এর মধ্যে থেকে একটি আপনাকে বেছে নিতে হবে।
এই বিষয়ে গুগল জানিয়েছে যে, এই ফিচারটি প্রথমে গুগল কনট্যাক্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। কিছুদিনের মধ্যেই একটি জি-সুইট ব্যবহারকারী ও ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টেও পাওয়া যাবে এটি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।