দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে দ্যা গ্যালাক্সি Unpacked ইভেন্ট। এই ইভেন্টে স্যামসাং তাদের বিভিন্ন গ্যালাক্সি ডিভাইস উন্মোচন করে, যার মধ্যে অন্যতম স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৩। অসুস্থ হলে এইা স্যামসাং স্মার্টওয়াচ ডাক্তার ডাকবে!
এই বিশেষ স্মার্ট ওয়াচ উন্মোচন করা হয়েছে দুটি আকারে, ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার মডেলে। বড় মডেলটিতে অর্থাৎ ৪৫ মিলিমিটারের মডেলে আপনারা ১.৪ ইঞ্চির রাউন্ড টাচস্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন, যার সঙ্গে আরও থাকছে ৩৪০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। এছাড়াও এই ঘড়িতে থাকছে অ্যামোলেড ডিসপ্লে ও কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন। অপরদিকে, ছোট মডেল অর্থাৎ ৪১ মিলিমিটারের মডেলটিতে থাকছে ১.২ ইঞ্চির ডিসপ্লে ও ২৪৭ মিলি অ্যাম্পিয়ার-এর ব্যাটারি। এই মডেলেও গ্রাহকরা পাবেন অ্যামোলেড ডিসপ্লে ও কর্নিং গোরিলা গ্লাস প্রটেকশন।
জানা গেছে, নতুন এই স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৩ চলবে নতুন টিজেন ওস ৫.৫ এর ওপরে ও এতে আপনারা আরও পাবেন সর্বাধিক ১ জিবি র্যাম ও সর্বাধিক ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। তাছাড়াও এই স্মার্টওয়াচে দেওয়া হয়েছে এক্সিনোস ৯১১০ ডুয়াল কোর ১.১৫ গিগাহার্জ চিপসেট।
এই নতুন স্মার্টওয়াচ আসছে দুটি ভ্যারিয়েন্টে। প্রথমটি ব্লুটুথ ও ওয়াই ফাই কানেকশন এবং দ্বিতীয়টি হলো এলটিই কানেকশন। অপরদিকে, LTE মডেলের সঙ্গে আরও আসছে ইসিম সাপোর্ট ও ফোরজি কানেক্টিভিটি অপশন। তাছাড়াও আপনারা স্পিকার ও মাইকের মাধ্যমে সরাসরি আপনার স্মার্টওয়াচ-এর মাধ্যমে কলও করতে পারবেন।
গ্যালাক্সি ওয়াচ ৩ এর সার্কুলার ডায়ালে আপনারা আরও পাবেন রোটেটিং বেজেল ও সাইডে পাবেন দুটি বাটন। তাছাড়াও বাটনের সঙ্গে থাকছে একটি মাইক্রোফোন। গ্যালাক্সি ওয়াচ ৩ অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার সেন্সর, জিপিএস অ্যান্টেনা, SpO2 সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ব্যারোমিটার, জাইরো সেন্সর, টাচস্ক্রিন ও স্পিকারের সঙ্গে এসেছে। তাছাড়াও স্মার্টওয়াচগুলো আপনার ব্লাড প্রেসার ও হার্ট রেট মাপতে পারে এবং আপনার স্লিপ মনিটরিংও করতে পারে। তাছাড়াও আপনারা আরও পাচ্ছেন স্যামসাং এর বিক্সবি ভয়েস অ্যাসিস্ট্যান্ট।
SpO2 সেন্সর থাকার কারণে আপনি এই স্মার্টওয়াচের মাধ্যমে জেনে নিতে পারবেন যে, আপনার রক্তে বর্তমানে অক্সিজেন লেভেল কতোটা রয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত হলে শরীরের অক্সিজেন লেভেল অনেকটা নেমে যায়। তাই এই সেন্সর থেকে আপনি কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন যে আপনার শরীরে করোনা সংক্রমণ হয়েছে নাকি না।
এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে এই গ্যালাক্সি ওয়াচ ৩ এ। এতে আপনারা আরও পাবেন ECG মনিটরিং, ৫ এটিএম আইপি ৬৮ ওয়াটার রেসিস্টেন্ট ফিচার। এই ঘড়ির একটি বিশেষ ফিচার হলো, ট্রিপ কিংবা ফল ডিটেকশন ফিচার। এই ফিচারের সাহায্যে আপনি অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গেই সেট করা এমার্জেন্সি নম্বরে একটি মেসেজ পাঠিয়ে দেওয়া হবে। এই মেসেজ পাঠানো হবে যদি আপনি এক মিনিটের মধ্যে একেবারও রেসপন্স না করেন ঠিক তখন, অথবা আপনার শরীর খারাপ হয়েছে তখনও এই কাজটি করবে। এই ফিচার ১ মিনিটের জন্য আপনার ঘড়িতে বাজবে ও তার মধ্যে যদি আপনি কোনো রেসপন্স না করেন তাহলে তখন ওই মেসেজ পাঠানো হবে।
এই নতুন গ্যালাক্সি ওয়াচ ৩ -এর ৪১ মিলিমিটার মডেলের দাম পড়বে ৩৯৯.৯৯ মার্কিন ডলারের উপরে। ৪৫ মিলিমিটার মডেলের দাম পড়বে ৪২৯ মার্কিন ডলার।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।