দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কুল শিক্ষার্থীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ হয়েছে। রাজধানী রোমের কেন্দ্রস্থলে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেয় প্রায় হাজার খানেক মানুষ।
এ সময় তারা শিক্ষার্থীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার উদ্যোগের বিরুদ্ধেও শ্লোগান দেয়! এই প্রতিবাদ দেখে গাঁ শিউরে ওঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
শনিবার ইতালিতে প্রথমবারের মতো মাস্ক না পরার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন দেশটির নাগরিকরা। করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে যখন দেশটিতে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়েই চলছে, ঠিক তখন রাজধানী রোমে এমন একটি প্রতিবাদ হলো। এই প্রতিবাদে অংশগ্রহণকারীদের অভিযোগ হলো, মাস্ক ব্যবহারের কারণে তারা একে অপরকে চিনতে পারছেন না। এতে শিশুরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন।
এই অবস্থায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী স্পারান্সা মন্তব্য করে বলেছেন, বিক্ষোভ দেখে তার গাঁ যেনো শিউরে উঠছে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম বলেও মন্তব্য করেছেন তিনি। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। তাদের আশঙ্কা হলো, ইতালিতে সেপ্টেম্বর-অক্টোবরে করোনা ভাইরাস আবারও নতুন করে জেঁকে বসতে পারে।
তবে আন্দোলনকারীরা হুমকি দিয়ে বলেছেন যে, তারা মাস্কবিরোধী আন্দোলনটি ইতালির অন্যান্য শহরেও ছড়িয়ে দেবেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।