দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি যতো বেশি হবে ফোনের আয়ুও ততো হবে। তাই ফোন কেনার সময় ক্রেতারা সাধারণ বড় ব্যাটারির ফোন কিনে থাকেন। আজ রয়েছে শক্তিশালী ব্যাটারির কয়েকটি স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য।
স্যামসাং
স্যামসাংয়ের বেশ কয়েকটি মডেলের স্মার্টফোনে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি এম২১, গ্যালাক্সি এম৩০এস ও গ্যালাক্সি এম৩১ স্মার্টফোন।
স্যামসাং ছাড়াও এ বছর টেকনো স্পার্ক পাওয়ার, টেকনো স্পার্ক পাওয়ার ২ এবং টেকনো স্পার্ক ৬ এয়ার স্মার্টফোনে ছিল ৬,০০০ এমএএইচ ব্যাটারি।
গ্যালাক্সি এম২১ স্মার্টফোনে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। অক্টা কোর এক্সিনস ৯৬১১ চিপসেট। ৬ জিবি র্যাম এবং ১২৮জিবি। ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা রিয়ার ক্যামেরাও। ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৩০স স্মার্টফোন
৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লের এই স্মার্টফোনে অক্টা কোর এক্সিনস ৯৬১১ চিপসেট রয়েছে। ৬ জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজের এই নয়া স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৯ সিস্টেমে। এতে রয়েছে ডুয়াল সিমও। ছবির জন্য রয়েছে ৪৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এরও ব্যাটারি ক্যাপাসিটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি।
রিয়েলমি সি ১৫
অতি সম্প্রতি লঞ্চ হয়েছে রিয়েলমি সি১৫। এই ফোনে ভালো পারফর্মেন্সের সঙ্গে আরও থাকছে দুর্দান্ত ব্যাটারি। ফোনের ভিতরে মিডিয়াটেক হিলিও জি৩৫ চিপসেট দিয়েছে চীনের এই কোম্পানিটি। সেইসঙ্গে রয়েছে ৪জিবি র্যাম। সঙ্গে আরও রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি।
টেকনো স্পার্ক
টেকনো স্পার্ক ২ ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে টেকনোর এই স্মার্টফোনে। আরও রয়েছে অক্টা কোর এক্সিনস ৯৬১১ চিপসেট, ৬ জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজ, অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ও সেইসঙ্গে ডুয়েল সিম। ছবির জন্য এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা। রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনে।
টেকনো স্পার্ক পাওয়ার
স্পার্ক সিরিজের নতুন এই স্মার্টফোনে ৬.৩৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। আরও রয়েছে অক্টা কোর মিডিয়াটেক হিলিও পি২২ চিপসেট, ৪ জিবি র্যাম এবং ৬৪জিবি স্টোরেজ। এই স্মার্টফোনটি অ্যানড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমে চলবে। এতে ডুয়াল সিম স্লট রয়েছে। ছবির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরা রয়েছে ১৩ মেগাপিক্সেল। এই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৬,০০০ এমএএইচ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।