দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুমুর্ষ রোগীর জন্য ডাক্তার কল করে এখন আর বেশি সময় অপেক্ষায় থাকতে হবে না। খুব কম সময়ের মধ্যেই ডাক্তার এসে হাজির হবেন কারণ ডাক্তার উড়ে যাবেন রোগীর কাছে!
এক তথ্যে জানা গেছে, জরুরি সেবা দেওয়ার জন্য ডাক্তার রোগীর দুয়ারে আক্ষরিক অর্থেই উড়ে আসবেন। উড়োজাহাজ কিংবা হেলিকপ্টারে চেপে নয়, ‘জেট স্যুটের’ মাধ্যমে দুর্গম পথ পাড়ি দেবেন ডাক্তাররা। খুব শীঘ্রই যুক্তরাজ্যে এমনই ঘটনা ঘটতে চলেছে। তার এক মহড়াও দিয়ে ফেলেছে দেশটির দুটি প্রতিষ্ঠান। খবর ডয়চে ভেলে’র।
ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের এক গ্রামে ১০ বছরের একটি মেয়ে পাহাড় থেকে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। তাৎক্ষণিক চিকিৎসা দরকার পড়ে মেয়েটির। প্রযুক্তিবিদ রিচার্ড ব্রাউনিং এই খবর পেলেন। তবে কী উপায়ে খুব দ্রুত পৌঁছানো যায় আহত মেয়েটির কাছে? ব্রাউনিং তখন একটি বিশেষ বৈদ্যুতিক স্যুট গায়ে দেন। বৈদ্যুতিক এই স্যুটটির সুইচ চালু করার সঙ্গে সঙ্গেই ঠিক ৯০ সেকেন্ডে ডাক্তারসহ উঁচু পর্বতের ওপর দিয়ে গন্তব্যে পৌঁছে গেলেন তিনি।
স্যুট প্রস্তুতকারক প্রতিনষ্ঠানটি জানিয়েছে, ওই স্যুটটি ঘণ্টায় ৫১ কিলোমিটার বেগে ১২ হাজার ফুট ওপর দিয়ে উড়তে সক্ষম।
দেখুন উড়ে যাওয়ার ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।