দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসামের এক চিকিৎসকের একটি ভিডিও তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান।
ভিডিওতে দেখা যাচ্ছে যে, পিপিই পরে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের আনন্দ দেওয়ার জন্য তাদের সামনে নাচছেন জনৈক চিকিৎসক। ভিডিওটি শেয়ার করে হৃতিক রোশান লিখেছেন যে, ডা. অরূপকে বলুন আমি তার নাচের স্টেপগুলো শিখতে চাই। আসামে তার মতো নাচতেও চাই।
ডা. অরূপ আসামের সিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তিনি তার রোগীদের মন ভালো করার জন্যই হৃতিক অভিনীত ‘ওয়ার’ সিনেমার ‘ঘুনগুরু’ শিরোনামের গানের সঙ্গে নেচে সবাইকে অবাক করে দেন।
টুইটারে ওই ভিডিওটি প্রথম পোস্ট করেন ডা. অরূপের সহকর্মী ডা. সৈয়দ ফাইজান আহমেদ। তিনি ক্যাপশনে লিখেছেন যে, আমার সহকর্মী ডা. অরূপ সেনাপতি। তিনি আসামের সিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ইএনটি সার্জন। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের আনন্দ দিতেই তাদের সামনে নেচেছেন তিনি।
ভিডিওটি টুইটারে পোস্ট করার পর অসংখ্য নেটিজেনের হৃদয় জয় করে। পরে ভিডিওটি ইউটিউবে পাওয়া যায়। এ পর্যন্ত ভিডিওটির ভিউ দাঁড়িয়েছে সাড়ে ৫ লাখেরও বেশি।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=eAkSH8nwQ5o
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।