দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি সাপ একটি ভয়ঙ্কর প্রাণী। তবে বিশেষজ্ঞরা মনে করেন এরা নিজেরাই ভয় পেয়ে বেশি কামড়ায়। এবার একটি সাপ আরেকটি সাপকে গিলে খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে!
সাপ নিজেদের জায়গার মধ্যে দুটো সাপের মধ্যে ক্রমাগত লড়াই চলতে থাকে হয়তো এটা অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যই এই লড়াই।
বন জঙ্গল কেটে দেওয়ার কারণে মানুষ যখন কংক্রিটের জঙ্গল তৈরি করছে ঠিক তখন এদের বাসস্থান কিছুটা নড়বড়ে হয়ে যায়। তখন এরা বাধ্য হয়েই মনুষ্য বসতির মাঝে চলে আসে। কখনও কখনও মানুষের ক্রোধের শিকার হয়ে মৃত্যুও ঘটে। আবার কখনও কখনও মানুষকে এরা মেরে ফেলে। ঠিক এইভাবেই চলতে থাকে বেঁচে থাকার লড়াই।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি বিশাল আকারের সাপ আরেকটি সাপকে কামড়ে খেয়ে ফেলছে। ভারতের উত্তরাখণ্ডের এক প্রত্যন্ত গ্রাম হতে এই ভিডিওটি তোলা হয়েছে। ভয়ঙ্কর এই লড়াইয়ের সাক্ষী হয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গেই রীতিমতো ভাইরাল হয়ে গেছে। যারা বন্যপ্রাণীর ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই ভিডিও পুরোটাই দেখেছেন। কেও কেও আবার ভালবেসে দেখেন কেও কেও আবার ভয় পাবেন জেনেও দেখেন। গ্রামে-গঞ্জে এমন সাপের লড়াই প্রায়ই দেখা গেলেও এমন সাপ খাওয়ার দৃশ্য কখনও চোখে পড়ে না।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।