দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারা বিশ্বের মধ্যে যারা মহানায়ক খেতাব পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন জনপ্রিয় রাষ্ট্রনায়ক নেলসন ম্যান্ডেলা। আজ জেনে নিন নেলসন ম্যান্ডেলার সেরা ১০ উক্তি।
নেলসন ম্যান্ডেলা আজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। বিশেষ করে কালোদের অর্থাৎ নিগ্রো জনগোষ্ঠীর অধিকার রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে গেছেন। তার এই সংগ্রামে অংশ নিয়ে তিনি জীবনের ২৭টি বছরই কাটিয়েছেন কারাগারে। তার হাতেই অত্যন্ত দক্ষতার সঙ্গে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটিয়ে বহু বর্ণ ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াস পেয়েছিলো। তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট ছিলেন (১৯৯৪-১৯৯৯)। ১৮ জুলাই ১৯১৮ সালে জন্ম নেওয়া এই বিশ্ব নেতার মৃত্যু ঘটে ২০১৩ সালের ৫ ডিসেম্বর, ৯৫ বছর বয়সে।
৫ ডিসেম্বর ছিলো এই জনপ্রিয় রাষ্ট্রনায়কের মৃত্যুবার্ষিকী। তাঁর মেধা ও প্রজ্ঞা পুরো বিশ্বকেই যেনো দৃষ্টান্ত হিসেবে দেখিয়ে দিয়েছেন। তাই জীবন বদলে দেওয়ার মতো তার ১০টি উক্তি আজ পাঠকদের জন্য তুলে ধরা হলো:
১। মানবিকতা সম্পর্কে মানুষের মৌলিক অধিকার অস্বীকার করার অর্থ হলো তার মানবিকতাকে চ্যালেঞ্জ করারই শামিল।
২। ক্ষতি সম্পর্কে কোনো মানুষ কিংবা প্রতিষ্ঠান আমার মর্যাদা হরণ করতে চাইলে পরাজয় হবে তারই।
৩। দুনিয়ার আশাবাদ সম্পর্কে যেখানে একসময় থাকে বেদনার বসবাস, খেলাধুলাই সেখানে করতে পারে আশাবাদের চাষ।
৪। অর্জন সম্পর্কে পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে তুমি যতোটা বেশি অর্জন করতে পারবে, তার চেয়ে অনেক বেশিই অর্জন করতে পারবে ক্ষমা প্রদর্শনের মাধ্যমে।
৫। সমাজ সম্পর্কে সমাজে এমন অনেক লোক রয়েছেন যারা বিশেষ কোনো পদমর্যাদার অধিকারীই নন। তবে সমাজের উন্নতিতে তাদের ভুমিকা ও অবদান রয়েছে অনেক।
৬। শিক্ষা হচ্ছে এমন এক শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি পারো পুরো বিশ্বকে বদলে দিতে।
৭। ক্ষমা সম্পর্কে শান্তির খাতিরে কাওকেই ক্ষমা করে দিতে কখনই ভয় পান না সাহসী ব্যক্তিরা।
৮। নেতৃত্ব সম্পর্কে বিজয় উদযাপনকালে এবং সুসময়ে পেছন থেকে নেতৃত্ব দেওয়াই ভালো, অন্যদের ভাবতে দিতে হবে যে তারাই সামনে রয়েছে। তুমি তখনই সামনে আসতে পারো যখন তোমার সম্মুখে বিপদ; তাহলে জনগণও তোমার নেতৃত্বকে মূল্যায়ণ করবে।
৯। তুমি যদি সাধারণ ভাষায় মানুষের সঙ্গে কথা বলো, তাহলে সে বুঝবে যে; কথা মাথায় ঢুকবে। অথচ তুমি যদি তার ভাষায় কথা বলো তাহলে সেটা তার হৃদয়ে একেবারে গেঁথে যাবে।
১০। আমি বর্ণবাদকে ঘৃণা করি, কারণ এটাকে আমি বর্বর জিনিস হিসেবেই বিবেচনা করি। বর্ণবাদ- সে কালো কিংবা সাদা যার কাছ থেকেই আসুক না কেনো।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।