দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে প্রথমবার দেখানো হবে নন্দিত অভিনেত্রী অপি করিম অভিনীত ‘মায়ার জঞ্জাল’ এবং ‘সুবর্ণ রেখা’ সিনেমা দুটি।
জানা গেছে, এই উৎসবের ১৯তম আসরের এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি। বাংলাদেশের পরিচালক-প্রযোজক জসীম আহমেদ এর প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন কোলকাতার পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। অপি করিম ছাড়াও এটিতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, কোলকাতার ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ এবং ব্রাত্য বসু প্রমুখ।
এদিকে খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেন পরিচালিত ‘সূবর্ণ রেখা’ সিনেমাটি বাংলাদেশ প্যানোরোমা বিভাগে প্রদর্শিত হবে এবারের উৎসবে। এই সিনেমাটিতে অপি করিমের পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন নিজে। সিনেমার গল্প শুরু হয় জয়নাল এবং রেখা দম্পতির গল্প দিয়েই। সুখী এই দম্পতি পরিকল্পনা করেন একসঙ্গে সময় কাটাতে নেপাল ঘুরতে যাওয়ার। নেপালে রওনা হওয়ার রাতেই দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায় রেখার। তখন মানসিকভাবে ভেঙে পড়েন জয়নাল। প্রতিটি মুহূর্তই যেনো তার কেবলমাত্র রেখার কথা মনে পড়ে। এভাবে এগিয়ে গেছে এই সিনেমার গল্প।
আগামী ২৪ জানুয়ারী শেষ হবে এই অনুষ্ঠান।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।