The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

প্রথম কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন করে চমক দেখালো ইসরায়েল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বে এই প্রথমবারের মতো সফলভাবে কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন করে চমক দেখালো ইসরায়েল। গত ১১ জানুয়ারি দেশটির বেলিংসন হসপিটালে বিশ্বের প্রথমবারের মতো কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন করা হয়।

প্রথম কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন করে চমক দেখালো ইসরায়েল! 1

দেশটির চক্ষু বিভাগের প্রধান প্রফেসর ইরিত বাহার এই অস্ত্রোপচারটি করেন। এর মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেলেন ৭৮ বছর বয়সী এক ইসরায়েলি নাগরিক। ওই বৃদ্ধ ১০ বছর পূর্বে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন।

এটি মূলত অদ্রবনীয় সিন্থেটিক ন্যানো টিস্যু ব্যবহার করে নির্মিত হয়েছে থ্রিডি কর্নিয়া। যা কে-প্রো নামেই পরিচিত, সেটি মূলত নষ্ট কিংবা অস্বচ্ছ কর্নিয়া প্রতিস্থাপন করতে সক্ষম।

ইসরায়েলি প্রতিষ্ঠান ‘কর্নিট’ (CorNeat) এই প্রক্রিয়া সম্পন্ন করেছে। গত বছরের জুলাই মাসে কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপনের প্রক্রিয়াটি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন পেয়েছিলো।

জানানো হয়, চোখের পাতা এবং অক্ষিগোলকের ওপরের অংশের পাতলা পর্দা অর্থাৎ কনজাংকটিভার নিচে পাতলা ওই কৃত্রিম কর্নিয়াটি স্থাপন করা হয়।

কর্নিট ভিশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও কে-প্রোর উদ্ভাবক ডা. গিলাড লিটভিন এই বিষয়ে বলেন, ‘অস্ত্রোপচারটি তুলনামূলকভাবে সহজ ছিল ও এটি সম্পন্ন করতে এক ঘণ্টারও কম সময় লেগেছে।’

দৃষ্টিশক্তি ফেরাতে কর্নিয়া প্রতিস্থাপন পূর্ব হতেই হয়ে আসছে। তবে শুধু কোনো দাতার কর্নিয়ার মাধ্যমেই সেটি করা সম্ভব। এক্ষেত্রে কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন যুগান্তকারী সাফল্য বয়ে আনবে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...