The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মুক্তি অপেক্ষায় মিউজিক্যাল ফিল্ম ‘নিঠুর বন্ধুরে’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির-এর মিউজিক্যাল ফিল্ম ‘নিঠুর বন্ধুরে’।

মুক্তি অপেক্ষায় মিউজিক্যাল ফিল্ম ‘নিঠুর বন্ধুরে’ 1

রাজধানীর বিভিন্ন লোকেশনে বিগ বাজেটের নতুন এই মিউজিক্যাল ফিল্মটির দৃশ্য ধারণ শেষ করা হয়েছে। মিউজিক্যাল ফিল্মটি প্রেম প্রণয় ও বিচ্ছেদের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। কাজী শাহীনের কথায় রবিন ইসলামের সুরে মিউজিক্যাল ফিল্মটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী জাহাঙ্গীর কবির। মডেল হিসেবে অভিনয় করেছেন শিল্পী জাহাঙ্গীর কবির, চিত্রনায়িকা নিঝুম রুবিনা, চিত্রনায়ক সাদমান সামীর এবং আমিরা নূর মুসকান। ২৮ জানুয়ারি (বৃহষ্পতিবার) আরএসএল মিডিয়া প্রোডাকশনে ‘নিঠুর বন্ধুরে’ মুক্তি পাবে বলে জানা যায়।

প্রথমবারের মতো মিউজিক্যাল ফিল্মে কাজ করলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। তিন দিনে এর দৃশ্য ধারণও করা হয়েছে। তবে এটিকে মিউজিক্যাল ফিল্ম বলতে নারাজ তরুণ এই নায়িকা। তার ভাষায়, এটি আসরে একটি সিনেমা। সে রকম আয়োজনেই নির্মিত হয়েছে এটি। সবার ভালো লাগলেই কষ্টটা সার্থক হবে বলে মনে করেন এই নায়িকা।

জানা যায়, ‘ভালোবাসা ও বিচ্ছেদের গল্প উঠে এসেছে এই মিউজিক্যাল ফিল্মে। কথার সঙ্গে মিল রেখে গানের মাধ্যমে একটি গল্প বলার চেষ্টা করা হয়েছে। ‘নিঠুর বন্ধুরে’ সবার কাছেই ভালো লাগবে এবং মন কাড়বে বলে মনে করা হচ্ছে।’

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...