দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের কেরালায় দশম-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে স্কুল। তারপরই পাশাপাশি দু’টি স্কুলের দশম শ্রেণীর ১৯২ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। সেইসঙ্গে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৭২ জন স্কুলকর্মীও।
করোনায় আক্রান্তের খবরের পরপরই স্কুল দুটি আবারও বন্ধ ঘোষণা করা হয়। মালাপ্পুরামের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, জেলার মারানচেরিতে একটি সরকারি স্কুলের একজন শিক্ষার্থীর করোনা ধরা পড়ার পর সবার টেস্ট করানো হলে তাতে আরও ১৫০ শিক্ষার্থী এবং ৩৪ জন শিক্ষকের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়। পার্শ্ববর্তী পুন্নানি এলাকার ভ্যান্নেরি উচ্চবিদ্যালয়ের ৩৯ শিক্ষার্থী ও ৩৬ জন শিক্ষকও কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন।
রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে বলেছেন যে, এতোজন কীভাবে ভাইরাসটিতে আক্রান্ত হলেন সেটি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি মাসে ভারতের মধ্যে সর্বপ্রথম কেরালাতেই কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। তারপর তা ধীরে ধীরে অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। তবে করোনা মোকাবেলায় অনেকটাই এগিয়ে রয়েছে দক্ষিণ ভারতের এই রাজ্যটি।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on ফেব্রুয়ারী ১০, ২০২১ 9:52 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…