দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিজ্ঞানী আইনস্টাইন এবং স্টিফেন হকিংকে আইকিউতে ছাড়িয়ে গেছেন ব্রিটেনের মাত্র ১১ বছরের এক স্কুল বালিকা সেরিস কুকসাম্মি পারনেল।
ওই বালিকার সাফল্যের ফলে তিনি মেধাবীদের ক্লাব বলে পরিচিত জিনিয়াস ক্লাবে নাম লেখালেন। সেরিস কুকসাম্মি পারনেল তার পিতাকেই কেবল হার মানাননি। তিনি বিশিষ্ট বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং এ সময়ের জনপ্রিয় পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের চেয়েও বেশি স্কোর অর্জন করেছেন। তার পিতার স্কোর ছিল ১৪২। আর আইকিউ পরীক্ষায় তার স্কোর ১৬২ যা দুই বিজ্ঞানীর চেয়েও বেশি।
সেরিস সংবাদ মাধ্যমেকে বলেছেন, আমার প্রাথমিক লক্ষ্য ছিল আমার বাবাকে হারানো যিনি অনেক মেধাবী। তবে এমন দুইজন ব্যক্তিকে অতিক্রম করতে পারবো তা ভাবতেও পারিনি। একজন বিচারক বলেন, এটা ভাল না খারাপ সেটা বলতে পারবো না। তবে আমরা তাকে সবকিছুই জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু কোন কিছুই তার ব্রেনকে পাশ কাটাতে পারেনি। তথ্যসূত্র: এনডিটিভি’র।