দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হিরো আলম নিজের প্রযোজিত দ্বিতীয় ছবি নিয়ে ঈদ মাতাতে চাইছেন। তার নতুন ছবির নাম ‘টোকাই’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিরো আলম নিজে। ইতিমধ্যেই ছবির শুটিংও শেষ হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি শুটিং শুরু হওয়া ছবির কাজ শেষ হয় ৬ মার্চ। রাজধানীর অদূরে পূবাইলসহ বেশ কয়েকটি লোকেশনে এই ছবির দৃশ্যধারণ করা হয়েছে।
ঢাকাই ফিরেই উৎফুল্ল হিরো আলম সংবাদ মাধ্যমকে ছবিটি নিয়ে তার নানা প্রত্যাশার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী রোজার ঈদেই ছবিটি মুক্তি দেবো বলে আশা করছি। এই ছবিতে কাজী হায়াত, রেহেনা জলি, দুলারী, ড্যানি রাজ, রিনা খানের মতো অভিজ্ঞ শিল্পীরা অভিনয় করেছেন। গান গেয়েছেন মনির খান ভাইয়ের মতো জনপ্রিয় সংগীত শিল্পী। গানে আরও কণ্ঠ দিয়েছেন সুইটি এবং রাশেদ জামান।
হিরো আলম আরও বলেন, ছবিতে আর চমক রয়েছে। আমার এই ছবির মাধ্যমে হিরো মেহেদী ভাই অভিনয়ে ফিরছেন। আমার গাওয়া একটি গানে ঠোঁট মেলাতে দেখা যাবে তাকে।
ছবির গল্প নিয়ে হিরো আলম বলেন, একজন টোকাইয়ের জীবনের গল্প এই ছবিতে তুলে ধরা হয়েছে। এটি ইমোশনাল গল্পের ছবি। ঈদের ছবি হিসেবে দর্শকদের পুরোপুরি বিনোদন দিতে পারবে আমার এই ‘টোকাই’ ছবিটি।
এদিকে ‘টোকাই’ ছবিতে হিরো আলমের বিপরীতে দুইজন নায়িকাকে দেখা যাবে। তারা হলেন নুসরাত এবং রিয়া। অপরদিকে নায়ক মেহেদীর বিপরীতে রয়েছেন ইরা শিকদার। এছাড়াও ছবির আরও একজন নায়ক হলেন নাহিদ। গল্প লিখেছেন এ আর মুকুল নেত্রবাদী। ছবিটি পরিচালনা করেছেন বাবুল রেজা।
উল্লেখ্য, হিরো আলম প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘সাহসী হিরো আলম’ গত বছরের করোনার শেষ দিকে অক্টোবরে মুক্তি পায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।