The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রহস্যময় এক অদ্ভুত প্রাণী যার কোনো মাথা নেই!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি যুক্তরাজ্যের ব্রড হ্যাভেন সাউথ বিচে ২৩ ফুটেরও বেশি লম্বা একটি প্রাণীর মৃত দেহ ভেসে এসেছে। এ পর্যন্ত প্রাণীটির কোনো পরিচয় জানা যায়নি।

রহস্যময় এক অদ্ভুত প্রাণী যার কোনো মাথা নেই! 1

তবে প্রাণীটির দেহ হতে নমুনা নিয়ে বিজ্ঞানীদের কাছে পাঠানোর কাজ চলছে। গত সপ্তাহে যুক্তরাজ্যের ওয়েলসের পেমব্রকশায়ারের সাগর উপকূলে প্রথমবারের মতো এই ধরনের রহস্যমইয় প্রাণীর খোঁজ পাওয়া যায়।

যুক্তরাজ্যের মেরিন এনভায়রনমেন্টাল মনিটরিং নামে একটি সংস্থা প্রাণীটির ছবিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, অদ্ভুত ওই প্রাণীটির কোনো মাথা নেই এবং সেটির দেহের অধিকাংশেই পচন ধরেছে। প্রাণীটিকে প্রথমে একটি তিমি মনে করা হয়। যদিও বিশেষজ্ঞরা প্রথমবার পরিদর্শনের পরই সেই ধারণাকে নাকচ করে দেন।

বিশেষজ্ঞরা বলেছেন, এটি আসলে কোনো তিমি নয়। বরং এটিকে বড় আকারের একটি সামুদ্রিক মাছ বলে মনে হচ্ছে। স্থানীয় প্রাণীবিষয়ক কর্মকর্তা ম্যাথু ওয়েস্টফিল্ড জানিয়েছেন যে, প্রাণীটির মেরুদন্ড লম্বায় প্রায় ২৩ ফুট। তবে অতিমাত্রায় পচে যাওয়ার কারণে প্রাণীটিকে চেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মনে করা হচ্ছে, এটি একটি বাস্কিং শার্কও হতে পারে। তবে তা নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছেন এই প্রাণী বিশেষজ্ঞ ম্যাথু ওয়েস্টফিল্ড।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

Loading...