দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন চারটি গান ‘বাতাস ভরিয়া’, ‘মনে লয় আবার সেই’ ‘প্রেমো বাঁশি’ ও ‘আদর করিয়া’য় কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা ঐশী।
কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা ঐশী চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। এই শিল্পী একই সময় চারটি নতুন গানে কণ্ঠ দিলেন। আগামী পহেলা বৈশাখ হতে পর্যায়ক্রমে গানগুলো প্রকাশ করা হবে। ‘মনে লয় আবার সেই’ শিরোনামের গানটি লিখেছেন জীবন ফারুকী, আর সুর করেছেন উজ্জ্বল সিনহা।
অপর ৩টি গান হলো ‘প্রেমো বাঁশি’, ‘আদর করিয়া’ এবং ‘বাতাস ভরিয়া’। গানগুলো যথাক্রমে লিখেছেন মাহমুদ মুরাদ, আবদুল মুকিত এবং আবুল হোসেন জীবন। ৩টি গানেরই সুর করেছেন এসআই শহীদ ও সঙ্গীতায়োজন করেছেন সালমান যাইম।
গানগুলো সম্পর্কে ঐশী বলেছেন, ৪টি গানেরই কথা, সুর ও সংগীতায়োজন করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী। সময় নিয়ে গানগুলো তৈরি করার কারণে বেশ হৃদয়গ্রহী হয়েছে গানগুলো। আমিও গানগুলোতে কণ্ঠ দিয়ে বেশ তৃপ্তি পেয়েছি। আশা করছি গানগুলো শ্রোতাদেরও খুব ভালো লাগবে।
এদিকে অডিও গানের পাশাপাশি স্টেজ অনুষ্ঠানেও গান পরিবেশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই কণ্ঠশিল্পী। নতুন একাধিক গানের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ঐশী।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।