দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি দীর্ঘদিন যাবত যে অফিসে কর্মরত রয়েছেন। সেখানে আপনার সঙ্গে অনেক সহকর্মীও রয়েছেন। তাদের সঙ্গে আপনার সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত? আজ জেনে নিন সেই বিষয়টি।
# বয়স বা পেশা যা-ই হোক না কেনো, সহকর্মীকে সম্মান করতে হবে। বয়সে ছোট বা বড়ো হোক না কেনো তার প্রতি সদয় থাকতে হবে। অফিসের কাজে তাকে সহযোগিতা করুন।
# যদি মনে হয়, সে কোনো ভুল করেছেন তাহলে তাকে বলতে পারেন- ‘সম্মানিত….., আমি হয়তো বুঝতে ভুল করছি। দয়া করে যদি বিষয়টি বুঝিয়ে বলতেন….’। সবচেয়ে ভালো হয় তার সঙ্গে – সরাসরি কথা বলতে পারলে, তবে অবশ্যই তা অন্য কারও উপস্থিতিতে নয়।
# অফিসে সবার সঙ্গে মিলেমিশে কাজ করে যাওয়াই আপনার একমাত্র লক্ষ্য। কারও প্রতি রাগ-ক্ষোভ পুষে কখনও মানসিক দূরত্ব সৃষ্টি করবেন না। অফিসের অন্য সদস্যদের প্রতি মমতা অনুভব করুন। শুরু থেকেই আপন করে নিন তাদের।
# জন্মদিনসহ সহকর্মীদের সাফল্য সংবাদে সব সময় অভিনন্দিত করুন। দু:সংবাদে দোয়া এবং সমবেদনা জ্ঞাপন করুন।
# কারো সঙ্গে টাকা ধার ও ব্যবসায়িক বিনিয়োগকে সচেতনভাবেই পরিহার করুন। যদি তা কখনও করতেও হয়–এর মধ্যে অফিসকে জড়াবেন না। টাকা দিয়ে প্রতারিত হলে বা সময়মতো ফেরত না পেলে অফিসে অভিযোগ জানানো আপনার অবস্থানকেই আরও দুর্বল করবে। তবে একই ব্যক্তির মাধ্যমে অন্য কেও যেনো প্রতারিত না হয়, সেজন্যে সঙ্ঘের মূল দায়িত্বশীলকে পুরোপুরি বিষয়টি জানান।
# বিপরীত লিঙ্গের সহকর্মীদের সঙ্গে সব সময় স্বাভাবিক সুসম্পর্ক বজায় রাখুন। অফিসিয়াল সম্পর্কে সংযত থাকুন।
# অফিসে পরস্পরকে ‘আপনি’ সম্বোধন করায় ভালো। তবে যদি বয়সে বেশি ছোট হয় সেক্ষেত্রে তুমি সম্পর্কও বজায় রাখতে পারেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।