The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

‘ক্যাপ্টেন আমেরিকা ফোর’ আসছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ) ‘ক্যাপ্টেন আমেরিকা ফোর’ নিয়ে আসছে। ‘ক্যাপ্টেন আমেরিকা ফোর’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন খ্যাতিমান ডিজনি প্লাসের ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ সিরিজের চিত্রনাট্যকার ম্যালকম স্পেলম্যান।

‘ক্যাপ্টেন আমেরিকা ফোর’ আসছে 1

জনপ্রিয় ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে এর আগে দেখা যায় ক্রিস ইভান্সকে। ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’ হতে শুরু করে সিরিজের ১০টি ছবিতেই অভিনয় করেছেন তিনি। ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্র হতে ইস্তফা নিয়েছেন এই অভিনেতা। তাকে ফেরানোর চেষ্টা করছেন মার্ভেল। তবে সফল হয়েছে কিনা এখনও জানা যায়নি।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর শেষদিকে ‘ক্যাপ্টেন আমেরিকা’কে (ক্রিস ইভান্স) ‘ফ্যালকন’র (স্যাম উইলসন) হাতে শিল্ডটি তুলে দিতে দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে যে, নতুন ছবিতে ‘ক্যাপ্টেন আমেরিকা’ রূপে দেখা যেতে পারে স্যাম উইলসনকে।

উল্লেখ্য, ২০১৬ সালে ক্যাপ্টেন আমেরিকার সর্বশেষ কিস্তি ‘সিভিল ওয়ার’ মুক্তি পায়। এরও আগে ২০১১ সালে মুক্তি পায় ‘দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’ ও ২০১৪ সালে মুক্তি পেয়েছিলো ‘দ্য উইন্টার সোলজার’। এছাড়াও মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একাধিক ছবিতে ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রটির দেখা পাওয়া যায়।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...