দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পছন্দের রাজনৈতিক দল যাতে নির্বাচনে জিততে পারে সেজন্য অনেকেই নানা ধরনের মানত করেন। একেকজনের মানতও হয় একেক রকমের হয়ে থাকে। তবে জিহ্বা কাটার মানত করে এবার ভোটে জিতে সত্যিই জিহ্বা কাটলেন এক নারী!
আপনি কী কখনও শুনেছেন? প্রিয় দল ভোটে জেতায় মানত অনুযায়ী নিজের জিহ্বা কেটে ফেলেছেন কেও! অবাক শোনা গেলেও এমনটাই ঘটেছে ভারতের তামিলনাড়ুতে।
জানা যায়, ৩২ বছর বয়সী নারী ভানিথা পণ করেছিলেন যে, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার প্রিয় দল ‘ডিএমকে’ জিততে পারলে নিজের জিহ্বা কেটে তা ভগবানকে উৎসর্গ করবেন।
শেষ পর্যন্ত গত রবিবার ফলপ্রকাশের পরই দেখা যায় যে, বিপুল ব্যবধানে জিতে ১০ বছর পর দক্ষিণের রাজ্যটিতে ক্ষমতায় ফিরেছে ‘ডিএমকে’। তারপরই চরম সিদ্ধান্তটি নিয়ে ফেললেন ওই নারী!
ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া ডটকম এর এক খবরে বলা হয়, তিনি এদিন সকালে স্থানীয় মুথালাম্মান মন্দিরে যান। করোনাবিধির কারণে মন্দির বন্ধ থাকলেও সেটির গেটের সামনেই ধারাল অস্ত্র দিয়ে নিজের জিহ্বা কেটে সেটি উৎসর্গ করেন ওই নারী ভানিথা।
তবে তারপরই ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। তড়িঘড়ি করে স্থানীয়রা ছুটে এসে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে আপাতত চিকিৎসাধীন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর অত্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, তামিলনাড়ুতে ডিএমকে’র জয়ের কারণে দীর্ঘ এক দশক পর ওই রাজ্যে ক্ষমতায় ফিরেছে তারা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।