দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনার ভয়াবহতায় পর্যুদস্ত পুরো ভারত। চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে সেখানকার হাসপাতালগুলোর কর্তৃপক্ষ। এমন অবস্থায় এক করোনা রোগী পালিয়ে যাওয়ার জন্য হাসপাতালের চার তলার কার্নিশে ওঠেন। পরে অবশ্য তাকে উদ্ধার করা হয়।
কোলকাতার একটি মেডিকেল কলেজের চার তলার কার্নিশে দাঁড়িয়ে রয়েছেন একজন করোনা রোগী। জানা যায়, তিনি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রিন বিল্ডিংয়ের জানালা থেকে বেরিয়ে কার্নিশে গিয়ে দাঁড়ান তিনি। পরে অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরের দিকে হাসপাতালের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন ওই করোনা রোগী। তবে নজর পড়ে যায় হাসপাতালকর্মীদের। প্রায় দেড় ঘণ্টা সময় লাগে তাকে উদ্ধার করার জন্য।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো হাসপাতাল চত্বরে। মানুষজন ভিড় করেন এমন দৃশ্য দেখার জন্য। দমকল ও বিপর্যয় মোকাবিলার দল এসে তাকে উদ্ধার করেন। জানা যায়, পিপিই পরেই উদ্ধারে নামেন উদ্ধারকর্মীরা।
তথ্যসূত্র : জি নিউজ
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।