দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানী ঢাকার মগবাজারে ওয়ারলেস গেটে ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠেছে আশেপাশের ভবন। বিকট শব্দে কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙে যায়। এতে ৬ জন নিহত হয়েছেন।
তবে বিস্ফোরণের সূত্রপাত কিভাবে হলো সেটি এখনও নিশ্চিত করা যায়নি। আজ রবিবার (২৭ জুন) সন্ধার পর ঘটে এই ঘটনা।
মগবাজারে বিস্ফোরণে ৬ জন নিহতসহ অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলছেন যে, সন্ধ্যার আগ মুহূর্তে মগবাজার প্লাজায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে পথচারী ও ২টি গাড়িতে থাকা অনেকেই আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দে সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে যায়।
বিস্ফোরণের সূত্রপাতের বিষয়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই বলছেন, বিকট শব্দে এই বিস্ফোরণটি ঘটে। এমন ঘটনা তারা আগে কখনও দেখেননি। তাছাড়া এতো বড় বিস্ফোরণের ঘটনা ঘটলেও সেখানে আগুনের লেশ মাত্র পাওয়া যায়নি। প্রকৃত ঘটনা কি তা এখনও ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারেনি।
ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।