দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চুরি করার দায়ে নিজের সন্তানকে কঠোর সাজা দিলেন এক ব্যক্তি। কাঠের লাঠির সঙ্গে হাত-পা বেঁধে তার ৭ বছরের ছেলের গায়ে মধু মেখে দিলেন ওই ব্যক্তি। যাতে করে মৌমাছি এবং অন্যান্য পোকামাকড়ে সে আকৃষ্ট হয়!
নিউইয়র্ক পোস্টের এক খবরে বলা হয়েছে, এই ঘটনার পর বিষয়টি জানাজানি হলে মিশরীয় ওই বাবাকে গ্রেফতার করা হয়েছে।
একটি লাঠির সঙ্গে হাত-পা পেছন দিকে বাঁধা এমন একটি ছবি ভাইরাল হতে দেখা যায়। পরে ওই শিশুর মা কর্তৃপক্ষকে এমন নিষ্ঠুর নির্যাতনের কথা জানিয়ে দেন। তিনি একটি চাইল্ড রেসকিউ গ্রুপকে জানিয়েছেন, তার স্বামী পেশায় একজন টুকটুক চালক।
তার স্বামী তাকে ও তাদের সন্তানদের নিয়মিতই মারধর করেন। অবশ্য মিশরের শেবিন আল-কানাতের বাসিন্দা ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেশীরা তার ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ করার পর ৩৪ বছর বয়সী ব্যক্তি শিশু সন্তানকে হাত-পা বেঁধে গায়ে মধু মেখে ছাদে রেখে দেন।
গত ২৫ মে এই ঘটনাটি ঘটলেও সম্প্রতি এই ঘটনাটি সামনে এসেছে। এমন হাত-পা বাঁধা অবস্থায় ওই শিশু কতাক্ষণ ছাদের ওপর পড়েছিল তা অবশ্য জানা যায়নি। পরে তার ছেলেকে নিয়ে অন্যত্র পালিয়ে যান ২৯ বছর বয়সী ওই নারী।
ওই নারী আরও জানিয়েছেন যে, তার স্বামী ওই শিশু ছেলেকে ঠিকমতো খাবার ও পানিও দিতেন না। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সরকারি কৌঁসুলি অফিস। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।