দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিজ্ঞানীরা এবার মনের কথা পড়তে পারার মতো কঠিন কাজটাও পানির মতো সহজ করে ফেলেছেন। বিজ্ঞানীরা এবার এমন এক কম্পিউটার আবিষ্কার করেছেন যে বোবাদের মনের কথা বলবে!
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিজ্ঞানী গবেষণা করে এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা বোবাদের মনের কথা বলবে! যারা কথা বলতে অক্ষম বা বোবা সেইসব মানুষকে বসিয়ে পর্যবেক্ষণ করলে তার মনের কথা ভেসে উঠবে কম্পিউটারের পর্দায়। সম্প্রতি এমন দাবিই করেছেন বিজ্ঞানীরা।
মানুষের মস্তিষ্কের গতিবিধি পর্যবেক্ষণ করতে এই যন্ত্র ব্যবহার করে তাদের ভাবনা জানাও সম্ভব। বিজ্ঞানীদের মতে, গাণিতিক সূত্র এবং কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে মস্তিষ্কের কার্যকলাপকে শব্দে রূপান্তর করা সম্ভব হবে।
ওই গবেষকরা মনের ভাব বুঝতে সক্ষম একটি যন্ত্রের নকশাও তৈরি করেছেন। ওই যন্ত্র ও সহায়ক কম্পিউটার প্রোগ্রাম একসঙ্গে মস্তিষ্কের চিন্তাভাবনাকে রূপান্তর করে কিছু ধ্বনি এবং শব্দে তা প্রকাশ করবে।
তবে গবেষকরা জানিয়েছেন, পুরো বিষয়টি এখনও পরীক্ষা এবং পর্যবেক্ষণের পর্যায়েই রয়েছে। গবেষক দলের প্রধান ডাক্তার এডওয়ার্ড চ্যাঙ জানিয়েছেন যে, তাদের আবিষ্কৃত ডিভাইসটির নাম হলো ‘স্পিচ নিউরোপ্রস্থেটিক’।
এই ডিভাইসটি মানুষের মস্তিষ্কের ডিকোডগুলোকে নিয়ন্ত্রণ করে ভোকাল ট্র্যাক্ট, ঠোঁট, চোয়াল, জিহ্বা ও উপজিহ্বার ক্ষুদ্র পেশিগুলোর নড়াচড়া পর্যবেক্ষণের মাধ্যমে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলোকে চিহ্নিত করতে পারবে।
জানা গেছে, ইতিমধ্যেই আবিষ্কৃত এই ডিভাইসটি পরীক্ষার জন্য ৩০ বছর বয়সী এক স্বেচ্ছাসেবী যুবকের মাথায় স্থাপন করা হয়। ১৫ বছর আগে পক্ষাঘাতগ্রস্ত হওয়া ওই যুবকটি কী বলছে বা বলতে চাইছে এমন প্রায় ৫০টি শব্দ কম্পিউটারে ভেসে উঠে, যেগুলো দিয়ে অন্ততপক্ষে এক হাজার বাক্য তৈরি সম্ভব। বিষয়টি নিয়ে গবেষকরা নানা পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।