দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এখনও পুরোপুরি অন্ধকারেই রয়ে গেছে পরীমনির বিষয়টি। শুধুই কী বেআইনী মদের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে? পরীমনির গ্রেফতারের নেপথ্যে কী ছিলো? এই প্রশ্ন সবার মনে।
বুধবার রাতে বনানীর বাসা থেকে এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। এই সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে তার অন্ধকার জগতের বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। পরীমনি সম্পর্কে সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমেও ব্যাপকভাবে নানা রকম তথ্য প্রকাশ করা হচ্ছে। তবে সঙ্গত কারণেই একজন নারী সম্পর্কে বিস্তারিত বা তথ্য প্রমাণ হাতে না পেলে তা প্রকাশ করা মোটেও উচিত নয়।
সংবাদ মাধ্যমের একটি সূত্র বলছে, সিনেমা শুটিংয়ের আড়ালে পরীমনি নাকি মূলত প্রভাবশালীদের ঘনিষ্ঠ হতেই বেশি পছন্দ করতেন। রাজধানীর পাঁচতারকা হোটেলে তাকে লাস্যময়ী ভঙ্গিতে বিভিন্ন সময় দেখা যায়। প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত পার্টি শেষে মদ্যপ অবস্থায় বের হতেন পরীমনি।
সংবাদ মাধ্যমটি বলছে, কয়েকটি ব্যাংকে পরীমনির নাকি মোটা অঙ্কের টাকাও রয়েছে। যার বেশিরভাগই তিনি পেয়েছেন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদেই।
সংবাদ মাধ্যমটির খবরে আরও বলা হয়েছে, পরীমনির ঘনিষ্ঠদের তালিকায় রয়েছেন- পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, আমলা, রাজনীতিবিদসহ অনেক প্রভাবশালীর নাম। এদের কেও কেও আবার দেশের বাইরেও পরীর সঙ্গে ঘুরতে যেতেন। একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান তাকে হ্যারিয়ার গাড়িও নাকি উপহার দেন। চেয়ারম্যানকে নাকি নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও পরীমনির বেশ কয়েকটি ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে আরও জানা গেছে, পরীমনিকে গ্ল্যামার জগতে নিয়ে আসেন রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ। সিনেমায় নাম লেখানোর আগে দীর্ঘদিন তার কাছেই নাকি থাকতেন পরীমনি। নজরুল ইসলাম রাজকে গতকাল রাতেই সহযোগীসহ বনানীর বাসভবন থেকে গ্রেফতার করেছে।
র্যাবের তথ্য পেলে হয়তো আরও অনেক কিছু জানা যাবে। এই বিষয়ে র্যাব এখনও তেমন কোনো তথ্য দেয়নি। তদন্ত শেষে তারা বিস্তারিত জানাতে পারবেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।