দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফগানিস্তানের ১৮টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। যে কারণে দেশটিতে আপাতত দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপের একাধিক দেশ।
তালেবানের হাতে দ্রুত কাবুলের পতন হতে পারে এমন আশঙ্কার মধ্যে আফগানিস্তানে দূতাবাস আপাতত বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপের বেশ কিছু দেশ। দূতাবাস খালি করার তোড়জোড় শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোড শুক্রবার জানান, কাবুলে দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। একইদিনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন যে, নিজেদের দূতাবাসের কার্যক্রম একেবারে সীমিত করে ফেলেছে বার্লিন। নরওয়ে কাবুলে নিজেদের দূতাবাস সাময়িক সময়ের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে। সেইসঙ্গে নিজেদের সব কর্মী প্রত্যাহারের কথাও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফিনল্যান্ডও ঘোষণা দিয়েছে যে, কাবুলে নিজেদের দূতাবাসে থাকা সব কর্মীকে খুব দ্রুত সরিয়ে নিচ্ছে। এদিকে দূতাবাস বন্ধে আফগানিস্তানে ফোর্স পাঠিয়েছে কানাডা। ভারতও আফগানিস্তান থেকে তাদের কনস্যুলেট বন্ধ করার ঘোষণা দিয়েছে।
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখনও তাদের দূতাবাস বন্ধে কোনো সিদ্ধান্ত নেয়নি। বরং তারা তাদের দূতাবাস নিরাপদ রাখার জন্য তালেবানদের প্রতি আহ্বান জনিয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই তালেবানরা কাবুলের ১১ কিলোমিটার কাছে চলে এসেছে। তারা ইতিমধ্যেই ১৮টি প্রদেশের রাজধানী দখল করে নেয়। এখন শুধু আফগানিস্তানের রাজধানী কাবুল দখল বাকি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।