দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৯৬-২০০১ পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসনে সংগীত, টেলিভিশন এবং চলচ্চিত্র কঠোরভাবে নিষিদ্ধ ছিল। আইন অমাণ্যকারীদের সেই সময় ভয়াবহ শাস্তির মুখে পড়তে হত।
বিবিসির খবরে বলা হয়েছে, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে তালেবান উৎখাত হওয়ার পর দেশটিতে সংগীতচর্চার ব্যাপক প্রসার ঘটে। সেখানে প্রচুর কনসার্ট এবং উৎসবও হতো। এমনকি আফগানিস্তানে ন্যাশনাল ইনস্টিটিউট অব মিউজিক প্রতিষ্ঠা করা হয়, সেখানে নানা অনুষ্ঠানও উদ্যাপন করা হতো। সেই সঙ্গে দেশটির সব নারী অর্কেস্ট্রা দেশে এবং বিদেশে দেশের প্রতিনিধিত্ব করেছেন।
আবারও আফগানিস্তানে নিষিদ্ধ হতে চলেছে সংগীত। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন যে, তাদের শাসন প্রতিষ্ঠার পর সংগীতের অনুমোদন থাকবে না। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসলাম ধর্মে সংগীত নিষিদ্ধ। তবে আশা করছি যে, চাপ দেওয়ার বদলে মানুষ নিজেরাই যাতে সংগীত এড়িয়ে চলেন সে সম্পর্কে আমরা সচেতন করতে পারবো।
জাবিউল্লাহ নিউইয়র্ক টাইমসকে আরও বলেন, নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ একেবারেই ‘ভিত্তিহীন’। তিনি বলেন, নারীদের সব সময় ঘরেই থাকতে হবে বা মুখ ঢেকে রাখতে হবে, এমন কথা নয়। তিনি বলেন, কোনো পুরুষ অভিভাবক ছাড়া নারীরা বাইরে বের হতে পারবেন না, এটিও ঠিক নয়। যেসব নারী তিন দিন কিংবা এর বেশি সময়ের জন্য কোথাও যেতে চান, সেখানে পুরুষ অভিভাবক লাগবে। নারীরা আগের মতো তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, নারীদের যদি স্কুল, অফিস, বিশ্ববিদ্যালয় কিংবা হাসপাতালে যেতে হয় তাহলে তাদের সঙ্গে পুরুষ আত্মীয়ের (মাহরাম) থাকার কোনো দরকার নাই।
মঙ্গলবার জাবিহুল্লাহ মুজাহিদ নারীদের সতর্ক করে বলেছিলেন যে, উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলার আগ পর্যন্ত নারীদের বাড়িতেই থাকতে হবে। কারণ নারীদের হয়রানি কিংবা আহত না করতে অনেক তালেবান যোদ্ধাদের প্রশিক্ষণও দেওয়া হয়নি।
নতুন যোদ্ধা এবং যাদের প্রশিক্ষণ হয়নি তারা নারীদের প্রতি দুর্ব্যবহার করতে পারেন বলে আমরা উদ্বিগ্ন বলেও তিনি জানিয়েছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।