The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ খৃস্টাব্দ, ১৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ, ২৪ মহররম ১৪৪৩ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদ 1

যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি রাজধানী ঢাকার মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদ। রাজধানীর বুকে অবস্থিত এটি একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদের ৭টি গম্বুজ রয়েছে বলেই এর নাম সাত গম্বুজ মসজিদ নামকরণ করা হয়েছে।

এই মসজিদটি নির্মাণ করা হয় ১৬৮০ সালে মুঘল সুবেদার শায়েস্তা খাঁর আমলে তাঁর ছেলে বুজুর্গউদ্দিন উমিদ খাঁ। ১৬৬৩ সালে মীর জুমলার মৃত্যুর পর শায়েস্তা খাঁকে সম্রাট আওরঙ্গজেবের বাংলার সুবেদার করে পাঠিয়েছিলেন। তিনি দুদফায় বাংলার প্রশাসনিক পদে ছিলেন ১৬৮৮ সাল পর্যন্ত। তাঁর পরিচয় এখনও বয়ে নিয়ে চলেছে তাঁর আমলে পুরোনো ঢাকার তৈরি বিভিন্ন স্থাপত্য। সাত গম্বুজ মসজিদ তার মধ্যে অন্যতম।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...