দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর হতে এসএসসি এবং ২ ডিসেম্বর হতে এইচএসসি পরীক্ষা শুরু হবে।
চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর হতে এসএসসি এবং ২ ডিসেম্বর হতে এইচএসসি পরীক্ষা শুরু হবে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এ মাসেই শুরু হয়েছে স্কুল-কলেজের ক্লাস। ৫ম শ্রেণী ও ২০২১ এবং ২০২২ সালের শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস করছেন। অন্যান্য ক্লাসের শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাস করছেন। তবে দেশের কিছু কিছু স্থানে শিক্ষার্থীদের করোনায় আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।
এদিকে এসএসসি ও এইচএসসির পরীক্ষার কথা আগেই ঘোষণা করা হলেও দিনক্ষণ এতোদিন জানানো হয়নি। এবার দিনক্ষণ জানিয়ে পরীক্ষার রুটিং প্রকাশ করা হয়েছে।
আজ (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ দুই পাবলিক পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করলো।
এসএসসির সময় সূচিতে জানানো হয় যে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ও বিকাল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম দিন
১৪ নভেম্বর সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়),
১৫ নভেম্বর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সকালে ও হিসাব বিজ্ঞান বিকালে অনুষ্ঠিত হবে।
১৬ নভেম্বর (তত্ত্বীয়) রাসায়ন,
১৮ নভেম্বর শারীরিক শিক্ষা এবং ক্রীড়া ((তত্ত্বীয়)) অনুষ্ঠিত হবে।
২১ নভেম্বর ভূগোল ও পরিবেশ,
২২ নভেম্বর উচ্চতর গণিত, জীববিজ্ঞান সকালে এবং ফিন্যান্স ও ব্যাকিং বিকালে অনুষ্ঠিত হবে।
২৩ নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে আর বিকালে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।