দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাণঘাতি করোনা ভাইরাসের তাণ্ডব বিশ্বজুড়ে চলছেই। এই ভাইরাসের ছোবলে বিভিন্ন দেশে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। মৃত্যুর কাছে পরাজিত হচ্ছে বহু মানুষ।
যদিও করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যেই বিশ্বজুড়ে বেশ কয়েকটি টিকা সফলভাবে প্রয়োগ শুরুও হয়েছে। তবে এখন পর্যন্ত ভাইরাসটিকে নির্মূল করার মতো পর্যায় আসেনি।
এমতাবস্থায় টিকা নির্মাতা প্রতিষ্ঠান ‘ফাইজার’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যান অ্যালবার্ট বৌরলা জানিয়েছেন যে, মহামারী কাটিয়ে জনজীবন স্বাভাবিক হতে আরও অন্তত এক বছর সময় লাগতে পারে এবং প্রতিবছরই কোভিড টিকা নেওয়া লাগতে পারে।
তিনি আরও বলেন, আমি মনে করি যে আগামী এক বছরের মধ্যে জীবন স্বাভাবিক পর্যায়ে ফিরবে। তবে স্বাভাবিক জীবনেও সতর্কতা বজায় রাখতে হবে। নতুন ভ্যারিয়েন্ট যে আর আসবে না বলে আমি মনে করি না। আমি মনে করি না টিকা ছাড়া আমরা জীবনযাপন করতে পারবো। আমার কাছে পরিস্থিতিটা ঠিক এমনই।
করোনা ভাইরাস সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে এবং নতুন নতুন ভ্যারিয়েন্টের উদ্ভবও ঘটতে পারে। এছাড়াও আমাদের টিকাগুলোর সুরক্ষা মাত্র এক বছর টিকছে। আমি মনে করি পরিস্থিতি এমন হতে পারে যে, আমাদের প্রতিবছরই টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে। তবে এমনটি ঘটবে কিনা তা আমরা এখনও জানি না। আমাদের অপেক্ষা ও তথ্য পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। তথ্যসূত্র : এবিসি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।