দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২২ বছর পূর্ণ করে ১ অক্টোবর ২৩ বছরে পা রাখতে চলেছে বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর রাতে প্রচারিত হবে ‘পুনর্জন্ম ২’।
২২ বছর পূর্ণ করে ১ অক্টোবর ২৩ বছরে পা রাখতে চলেছে বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’। এই বিশেষ দিনে থাকছে নানা রকম আয়োজন। যারমধ্যে অন্যতম ভিকি জাহেদের পরিচালনায় ‘পুনর্জন্ম’ নাটকের বহুল প্রতীক্ষিত সিক্যুয়াল ‘পুনর্জন্ম ২’ নাটকটি!
আজ (শুক্রবার) রাত ৮টায় ‘পুনর্জন্ম ২’ দেখতে পারবেন চ্যানেল আইয়ের দর্শকরা। বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ।
ঈদুল ফিতরে আলোচনায় আসে চ্যানেল আইয়ের থ্রিলারধর্মী এই নাটক ‘পুনর্জন্ম’। টেলিভিশনে প্রচারের পর নাটকটি চ্যানেল আই প্রাইম ইউটিউবেও প্রশংসা কুড়ায়। তারপরই নির্মাতা ‘পুনর্জন্ম ২’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তখন থেকেই নাটকটি নিয়ে প্রতীক্ষায় রয়েছেন দর্শকরা। যে প্রতীক্ষা শেষ হচ্ছে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে।
তবে টেকনিক্যাল কারণে ‘পুনর্জন্ম ২’কে নাটক বলা যাচ্ছে না। কারণ হলো এটি ইতিমধ্যেই শর্টফিল্ম বিভাগে চলচ্চিত্র সেন্সর বোর্ড হতে ছাড়পত্র পেয়েছে!
এই বিষয়ে নির্মাতার ভাষ্য হলো, ‘পুনর্জন্ম’ হতে ‘পুনর্জন্ম ২’ এর গল্পটির গভীরতাও অনেক। এক কথায় বলা যায়, বিষয়বস্তুর পরিপক্কতা বা গভীরতার কারণে স্বল্পদৈর্ঘ্য হিসেবে ছাড়পত্র নেওয়া।’
‘পুনর্জন্ম’ যারা দেখেছিলেন তারা জানেন গল্পটি কোথায় গিয়ে শেষ হয়। ভিকি জানিয়েছেন, যেখানে প্রথম পর্ব শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই শুরু হবে ‘পুনর্জন্ম ২’।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।