দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকায় চলচ্চিত্রের কিং খান হিসেবে খ্যাত চিত্রনায়ক শাকিব খানকে গতানুগতিক ধারার বাইরে এবার একটু ভিন্ন লুকে দেখা যাবে, এবার নতুন এক শাকিব খানকে দেখবে দর্শকরা!
নতুন ‘গলুই’ সিনেমায় তাকে দেখা যাবে অজপাড়া গাঁয়ের এক মাঝির চরিত্রে। এ চরিত্র রূপদান করতে শাকিব নিজেকে পুরোপুরিভাবে তৈরি করেছেন। তাই বোঝা গেছে তার নতুন লুক দেখে! মাথায় গামছা বেঁধে লুঙ্গি পরেই শুটিংয়ে নেমেছেন জনপ্রিয় এই তারকা।
গলুইতে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেছেন, সিনেমার গল্প শুনে কাজটি করতে রাজি হই। দর্শকরা নতুনত্ব চায়। আমি সবসময় চেষ্টা করেছি নিজেকে একেক চরিত্র দিয়ে নতুন করে উপস্থাপন করার জন্র। তাছাড়াও গলুই-তে অন্য ধরনের প্রেমের গল্প রয়েছে। পরিচালক এস এ হক অলিক বরাবরই প্রেমের গল্প ভালোই নির্মাণ করেন। তাই চোখ বন্ধ করেই এই সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত হয়েছি।
জামালপুরে মাদারগঞ্জের এ লোকেশনে এর আগে শুটিং হয়নি উল্লেখ করে ছবিটির পরিচালক অলিক বলেছেন, শাকিব খান এসেছেন শুনে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শুটিং ও শাকিব খানকে একনজর দেখতে এসেছেন। মানুষের ভিড় সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উৎসুক জনতা সামলাতে বেশ হিমশিম খাচ্ছেন। আমরা বেশ ভালোভাবে শুটিং চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, ‘গলুই’ চলচ্চিত্রে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরী। বড় পর্দার দর্শক এবারই প্রথম নতুন জুটির রসায়ন দেখবেন। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া এই সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।