দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সজল ও প্রভা দুজনই টিভি নাটকের জনপ্রিয় অভিনয় শিল্পী। এই দুই জনপ্রিয় শিল্পী এবার অভিনয় করলেন নতুন এক নাটকে। তাদের এই নাটকের নাম ‘ঢাকায় টাকা উড়ে’।
নাটকটির কাহিনী এমন: রতন এবং সুমি গ্রাম থেকে শহরে এসেছে জীবিকার সন্ধানে। তবে ঢাকা শহরে এসে বিভিন্ন ধরণের বিপত্তির মুখে পড়তে থাকে এরা দু’জন। একজন বেকার মাস্তান মিয়া ফারুক। তার সঙ্গেই পরিচয় ঘটে নারী পাচারকারি পাশার। সে ফারুককে নারী এনে দিতে বলেন।
ঘটনাক্রমে রতন এবং সুমির সঙ্গে দেখা হয় ফারুকের। তাদের চাকরির লোভ দেখিয়ে সে বাসায় নিয়ে আসে। তারপর একের পর এক নানা ঘটনা ঘটতে থাকে। ফারুক রতনের স্ত্রী সুমিকে লোভ দেখিয়ে বিদেশে পাঠাতে চান। তবে রতন কোনোভাবেই বউকে বিদেশে দিতে রাজি হয় না। শুরু হয় মহা গণ্ডগোল। এমনই গল্প নিয়ে একঘণ্টার খণ্ড নাটক হলো ‘ঢাকায় টাকা উড়ে’।
নাটকটি রচনা করেছেন সেজান নূর, নাটকটি পরিচালনা করেছেন মোঃ মিজানুর রহমান মিজান। প্রযোজক হলেন মোঃ খাইরুল ইসলাম। অভিনয় করেছেন, সজল, প্রভা ছাড়াও শর্মী শারমিন,তপনসহ আরও অনেকেই।
নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে ‘ঢাকায় টাকা উড়ে’ প্রচারিত হবে বলে জানানো হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।