দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে জলবায়ু পরিস্থিতি এতোটাই শোচনীয় যে ক্রমেই অবনতি ঘটছে পুরো বিশ্বের প্রেক্ষাপট। এমন এক পরিস্থিতিতে বলা হলো, ‘যথাযথ পদক্ষেপ না নিলে বিলীন হতে পারে বিশ্বের ৪২টি দেশ’।
বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে বিশ্ব থেকে হারিয়ে যেতে পারে ৪২টি ছোট দেশ। সেই লক্ষ্যে জাতিসংঘের আসন্ন সম্মেলনে যথাযথ পদক্ষেপ নিতে হবে বলেও জানান কমনওয়েলথের মহাসচিব ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। ১৪ অক্টোবর বার্তাসংস্থা এএফপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে এনডিটিভি।
ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্বের হুমকিতে রয়েছে বিশ্বের অন্তত ৪২টি ছোট দেশ।’
এনডিটিভি জানিয়েছে, ইতালির রাজধানী রোম সফরের সময় জলবায়ু পরিবর্তন ইস্যুতে একথা বলেছেন স্কটল্যান্ড। ওই সফরে এসে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করেন।
এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ টুভ্যালু এবং নাউরুর মতো কমনওয়েলথের ছোট ছোট সদস্য রাষ্ট্রগুলো এখন নতুন কোনো জায়গায় যাওয়ার কথাও ভাবতে শুরু করেছে। কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমশ বাড়ছে ও এটি তাদের জন্য খুবই বিপজ্জনক অবস্থায় উপনিত হচ্ছে।
উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর হতে ১২ নভেম্বর পর্যন্ত স্টকল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈশ্বিক অর্থনীতিতে কার্বনের ব্যবহার রোধ করা ও বিপর্যয়কর বৈশ্বিক উষ্ণতা হতে বিশ্বকে রক্ষায় আন্তর্জাতিক চুক্তি কিংবা সমঝোতায় পৌঁছানোই এই সম্মেলনের মূল লক্ষ্য হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।