দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এ বিজয়ী তানজিয়া জামান মিথিলার প্রথম বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’ মুক্তি পাচ্ছে। হায়দার খান পরিচালিত সিনেমাটি আগামী ১৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা।
২০২০ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর মিথিলা ডাক পান বলিউডে। এই সিনেমাতে মিথিলার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করবেন মি. ভুটান ২০১৭-এর বিজয়ী স্যাঙ্গে শেলট্রিম। বর্তমানে সিনেমাটির শুটিং শেষের পথে। এই সিনেমার পরিচালক ইতিপূর্বে ‘কমান্ডো’ এবং ‘দঙ্গল’ এর মতো বলিউড সিনেমায় কাজ করেন।
মিথিলা জানিয়েছেন, সিনেমাটিতে হুসনে আরা নামে এক রোহিঙ্গা নারীর চরিত্রে অভিনয় করছেন মিথিলা। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এটা ভালো লাগছে যে সিনেমাটি মুক্তি পাচ্ছে। যদি আমরা এটি বড় পর্দায় দেখতে পারতাম তবে আমি সত্যিই খুশি হতাম, তবে কোভিড -১৯ মহামারীর কারণে পরিকল্পনা অনুযায়ী কোনো কিছুই হয়নি।’
থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে ‘রোহিঙ্গা’ সিনেমাটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপেল টিভিতে মুক্তি পাবে বলে জানা যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।