দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি শাড়ি পরে বেড়াতে গেছেন, এমন সময় হঠাৎ করে রাস্তায় খিদেও পেয়ে গেলো। এমন অবস্থায় আপনার খিদে মেটাতে পারে আপনার পড়নের শাড়ি!
আপনি হয়তো এমনটি শুনে অবাক হবেন, তবে এটিই সত্যি। এমন এক শাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের কেরালার শিল্পী আনা এলিজাবেথ জর্জ।
সবচেয়ে মজার বিষয় হলো, এই শাড়ি পড়া তো যাবেই সেইসঙ্গে খেয়ে পেটও ভরাতে পারবেন আপনি। আনার তৈরি এই শাড়িটি প্রায় সাড়ে ৫ মিটার। ১০০টি স্টার্চের ওয়েফার কাগজ জোড়া লাগিয়ে ‘কাসাভু’ ডিজাইনে এই শাড়িটি তৈরি করেছেন তিনি। এই স্টার্চের ওয়েফার সাধারণত কেকে ব্যবহার করা হয়ে থাকে।
সাধারণত কেরালাতে ‘কাসাভু’ ডিজাইনের শাড়ি তৈরি হয়ে থাকে। একদিন তার মা ‘কাসাভু’ ডিজাইনের একটি শাড়ি কিনে আনেন। এরপরই এমন ডিজাইনের শাড়ি তৈরির কথা তার মাথায় আসে।
ওই শিল্পী জানিয়েছেন, খেতে পারা যাবে এমন শাড়ি তৈরির ইচ্ছা হয় একটি রুমাল দেখার পর। আনার দাবি হলো, ছোটবেলায় একজনকে এমন রুমাল তৈরি করতে দেখেছি। তারপর থেকেই ইচ্ছা মনে দানা বাঁধে। সেই ইচ্ছাপূরণই হলো ওনাম উৎসবের সময়।
তিনি নিজেই ইনস্টাগ্রামে শাড়ির ভিডিও শেয়ার করেন, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই শাড়ি তৈরিতে খরচ করা হয়েছে মাত্র ৩০ হাজার টাকা!
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।