দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিউটি পার্লারের গরম আয়রণ ব্যবহার করে চুল স্ট্রেট করলে দীর্ঘমেয়াদে চুলের বিশাল ক্ষতিও হতে পারে। তাই পার্লারে না গিয়ে ঘরে বসে চুল স্ট্রেট করুন সহজ পদ্ধতিতে।
পার্লারের গরম আয়রণ ব্যবহার করে চুল স্ট্রেট করলে ক্ষতি হতেই পারে। সেই ক্ষতি থেকে বাচার জন্য প্রাকৃতিক উপায়ে করে ফেলুন চুল স্ট্রেট। খুব সহজেই বাড়িতে বসেই করতে পারেন এই কাজটি। বাড়িতে শুধু দুধ থাকলেই হবে! দুধের পুষ্টিগুণ একদিকে আপনার চুলে বাড়তি শক্তি জুগিয়ে তা আরও উজ্জ্বল ঝলমলে করে তুলবে, চুলের বৃদ্ধিও হবে ভালো, অপরদিকে বিশেষ মিল্ক সলিউশন ব্যবহার করে চুল স্ট্রেট করতে পারবেন খুব সহজেই।
চুল স্ট্রেট করতে যা যা লাগবে
আধাকাপ দুধ (নারকেলের দুধ হলে আরও ভালো হয়), একটা স্প্রে বোতল ও একটা মোটা দাঁড়ার চিরুনি।
যেভাবে করতে হবে
প্রথমে স্প্রে বোতলে ওই দুধ ভরে নিন। যতো ঘন দুধ হবে, ততো ভালো ফল পাওয়া যাবে। তবে গুঁড়ো দুধ গুলেও ব্যবহার করতে পারেন।
এরপর চুল ভালো করে ভিজিয়ে নিন। ভেজা চুলে সমান পরিমাণ দুধ স্প্রে করুন। পর্যাপ্ত পরিমাণে দুধ স্প্রে করতে হবে, যাতে মাথার খুলি থেকে চুলের ডগা পর্যন্ত সবটাই দুধে ভিজে যেতে পারে।
এরপর চিরুনি দিয়ে আঁচড়ে চুলের জট ছাড়িয়ে নিতে হবে। জট পাকানো চুলে দুধ জমে থাকলে পরে ধোয়া আরও মুশকিল হয়ে যাবে। জট ছাড়িয়ে ভালো করে স্ক্যাল্প মাসাজ করতে হবে। অন্তত আধাঘণ্টা রাখতে হবে যাতে চুলের গভীর পর্যন্ত দুধের পুষ্টি পৌঁছে যায়।
এখন ভালো করে চুল ধুয়ে নিতে হবে। শুকিয়ে গেলেই দেখবেন ঢেউ খেলানোভাব উধাও হয়ে চুল কতোটা চকচকে ও সোজা হয়ে গেছে কতো সুন্দরভাবে। তথ্যসূত্র : ফেমিনা ইন্ডিয়া।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।