দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি হাতি বেশ শান্ত এক জীব। এরা খুব সহজে রাগে না। তবে হাতি একবার ক্ষেপে গেলে সব তছনছ করে দিতে পারে।
হাতিকে বলা হয়ে থাকে জঙ্গলের কারিগর। হাতি যেখান দিয়ে চলাচল করে সেখানেই তৈরি হয় রাস্তা। গাছেদের মাঝে নিজেদের বসতিও গড়ে তারা।
তবে হাতি যদি সত্যিই রেগে যায়, তা হতে পারে এক ভয়ঙ্কর। হাতির গায়ে এতো শক্তি একাই মেরে ফেলতে পারে যে কোনও জন্তুকে। তাই বাঘ বা সিংহরাও হাতিকে সমঝে চলে। সম্প্রতি হাতির রেগে যাওয়ার এমন একটি ভিডিও সামনে এসেছে যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।
ভিডিওতে দেখা যাচ্ছে যে, বড় একটি কুমিরকে পানিতে নেমে পিষে মারে একটি হাতি। গোটা ঘটনাটির ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে যে, হাতি তার শুঁড়ে কুমিরটির লেজ ধরে পানির মধ্যে আছড়ে ফেলছে হাতিটি। তারপর কুমিরের শরীরের উপর দু’পা তুলে দাঁড়িয়ে পিষে মারছে তাকে।
ভিডিওটির শেষ দিকে হাতির সঙ্গে লড়াই করতে করতে একটা সময় নিস্তেজ হয়ে পড়তে দেখা যায় ওই কুমিরটিকে। শেষ পর্যন্ত কুমিরটি মারা যায়।
আফ্রিকার জাম্বিয়ায় ঘটে যাওয়া এমন লোমহর্ষক ঘটনা ইউটিউবে প্রকাশ করেছে একটি ইউটিউব চ্যানেল। আফ্রিকার জঙ্গলের বন্যপ্রাণীদের ভিডিও নিয়মিতভাবে ইউটিউবে পোস্ট করে থাকে এই ইউটিউব চ্যানেলটি।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।