দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশ কিছু মডেলের স্মার্টফোনে ১ নভেম্বর থেকে হোয়াটসঅ্যাপ চলবে না। এইসব ফোনগুলোতে হোয়াটসঅ্যাপের পুরনো চ্যাট গায়েব হয়ে যাবে।
গায়েব হওয়া ওইসব চ্যাট পুনরুদ্ধার করা কার্যত অসম্ভব। নতুন আপডেটের নিয়ম মেনে বিভিন্ন স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই গ্রাহকদের এই নিয়ে পরামর্শও দেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে, এমন মোবাইলে চ্যাটের ব্যাক আপ যেনো নিয়ে রাখেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপ কোন কোন ফোনে চলবে না?
অ্যানড্রয়েড ৪.০.৪ বা তারও আগের অপারেটিং সিস্টেম যেসব ফোনে রয়েছে, তাতে কাজ করবে না এই অ্যাপটি। আইফোনের ক্ষেত্রে আইওএন ৯ কিংবা তার আগের অপারেটিং সিস্টেম রয়েছে যে ফোনে, সেইসব হ্যান্ডসেটে চলবে না হোয়াটসঅ্যাপ। কাইওএস চালিত ফোনগুলোতেও কাজ করবে না এই অ্যাপটি। নিজেই চেক করে নিতে পারবেন যে ১ নভেম্বর হতে আপনার মোবাইলে এই মেসেজিং অ্যাপটি ব্যবহার করা যাবে কি না।
এ জন্য প্রথমেই মোবাইলের সেটিংসে চলে যান। সেখানে অ্যাবাউট ফোন অপশনটিতে ক্লিক করুন। তখন স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন আপনার ফোনের অ্যানড্রয়েড ভার্সানটি কতো। যদি তা ৪.০.৪ কিংবা তারও আগের অপারেটিং সিস্টেম হয় তাহলে আপনিও এই তালিকায় পড়ে যাবেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপ আপনার ফোনেও অকেজো হয়ে পড়বে। এক্ষেত্রে কী করবেন? চাইলে অন্য ডিভাইসে চ্যাটের ব্যাক আপ নিতে পারবেন।
সেটি করতে সেটিংস হতে চ্যাট অপশনে ঢুকে পড়ুন। সেখানেই পাবেন চ্যাট ব্যাকআপ অপশনটি। এবার ব্যাকআপ ফ্রম হোয়াটসঅ্যাপ সেটিংসে ক্লিক করতে হবে। এছাড়াও হোয়াটসঅ্যাপের মধ্যে ৩টি ডট দেওয়া মেনুতে গিয়েও এক্সপোর্ট চ্যাট করে ব্যাক আপ নিয়ে রাখতে পারবেন ইচ্ছে করলে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।